Advertisement

Canning er Minu: এবার দিয়ার বিপরীতে শায়ন, আসছে নতুন মেগা 'ক্যানিং-এর মিনু'

New Bangla Serial: অন্যায়ের প্রতিবাদ থেকে সমাজের ধারা বদল- একজোট হলে সব সম্ভব। আর সেই কথাই জানাতে আসছে লোকাল ট্রেনে চড়ে শহরে কাজ করতে আসা এক সাধারণ মেয়ে, ক্যানিং-এর মিনু।

দিয়া বসু ও শায়ন মুখোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Jul 2022,
  • अपडेटेड 6:50 PM IST

২০২২ সালের প্রথম থেকেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক (New Serial)। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট, পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে (Bengali Television)। সে তালিকায় যোগ হল 'ক্যানিং-এর মিনু' (Canning er Minu) -র নাম। কালার্স বাংলায় আসতে চলেছে এই নতুন মেগা। ধারাবাহিকের প্রথম প্রোমোর জনপ্রিয়তার পর, প্রকাশ্যে আরও একটি প্রোমো। 

অন্যায়ের প্রতিবাদ থেকে সমাজের ধারা বদল- একজোট হলে সব সম্ভব। আর সেই কথাই জানাতে আসছে লোকাল ট্রেনে চড়ে শহরে কাজ করতে আসা এক সাধারণ মেয়ে, ক্যানিং-এর মিনু। আগেই জানা গিয়েছিল, মুখ্য চরিত্র 'মিনু'-র ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেত্রী দিয়া বসুকে (Diya Basu)। এবার সামনে এলো আরও দুই গুরুত্বপূর্ণ চরিত্র। দিয়ার বিপরীতে সৌম্য চরিত্রে অভিনয় করছেন শায়ন মুখোপাধ্যায় (Shayan Mukherjee)। সেই সঙ্গে সৌম্যর দাদু মৃত্যুঞ্জয় ঘোষালের ভূমিকায় রয়েছেন দীপঙ্কর দে (Dipankar De)। 

আরও পড়ুন: শহরে নতুন গোয়েন্দা! রহস্যের উন্মোচন করতে পারবে 'লেডি চ্যাটার্জি'?

চ্যানেলের তরফ থেকে প্রকাশ্যে আসা নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, মিনু,  ঘোষাল পরিবারের পরিচারিকা হিসাবে কাজ করতে আসে এবং প্রতিটি সদস্যের সব রকম প্রয়োজনের দেখাশোনা করে। সৌম্য তার দাদু, মৃত্যুঞ্জয় ঘোষালের (প্রাক্তন মুখ্যমন্ত্রী) কাছে যায় এবং মিনুর একটি ভাইরাল ভিডিও দেখায়। যেখানে মিনুকে দেখা যায়, সে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে এবং স্টেশনেই এক দম্পতির বিয়েতে সাহায্য করছে। মৃত্যুঞ্জয় ঘোষালই একমাত্র সেই ব্যক্তি, যে মনে করে মিনু একদিন জনগণের নেত্রী হবে।

 

 

আরও পড়ুন: বাঁশি, সানাইয়ের সুরেমাখা ঋদ্ধি- শুভশ্রীর প্রেম! জন্মাষ্টমীতে আসছে 'বিসমিল্লাহ'

প্রথম প্রোমোতে দেখা গিয়েছিল, মিনু সকলের সমস্যার সমাধান করছে। একটি অল্পবয়সী বিবাহিত দম্পতির বিয়ে করতে পারছে না। আন্তঃবর্ণ বিয়ের কারণে হুমকির সম্মুখীন হয়ে, তারা মিনুকে সাহায্য চায়। মিনু লোক জড়ো করে, যারা হুমকি দেয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। একসঙ্গে থাকলে যে কোনও বড় যুদ্ধও যেটা সম্ভব, তা শোনা যায় মিনুর মুখ। মিনু সৎ,সাহসী, অনুগত, পরিশ্রমী এবং সর্বদা ন্যায়ের পক্ষে কথা বলে। 

Advertisement

 

 

আরও পড়ুন: 'ফিল্ম ইন্ডাস্ট্রির নামী ব্যক্তিরাও...', পার্থর গ্রেফতারির পর বিস্ফোরক শ্রীলেখা

মিনু কি সত্যিই জননেত্রী হবে? যদি তাই হয়, তাহলে কি তখনও ঘোষালদের পরিচারিকা থাকবে সে? কবে থেকে বা কোন স্লটে দেখা যাবে 'ক্যানিং-এর মিনু' তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, খুব শীঘ্রই শুরু হবে এই মেগা।    


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement