Advertisement

Covid 19 Vaccination: এবার শিল্পী ও কলাকুশলীদের জন্য বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা অন্যান্য চ্যানেলের তরফেও!

প্রথম সারির চ্যানেলগুলির মধ্যে একটি স্টার জলসা। এই চ্যানেলের একাধিক ধারাবাহিকের কলা কুশলীরাও আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে। তাই চ্যানেলের বিভিন্ন প্রোজেক্টে তাঁদের সঙ্গে যুক্ত সমস্ত শিল্পী, টেকনিশিয়ানদের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা। 

স্টার জলসার আয়োজনে চলছে টিকাকরণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jun 2021,
  • अपडेटेड 2:39 PM IST
  • স্টার জলসার একাধিক ধারাবাহিকের কলা কুশলীরাও আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে।
  • এবার বিনামূল্যে টিকাকরণ চালু করেছে চ্যানেল। 
  • ইতিমধ্যে ভ্যাকসিন নিয়েছেন একাধিক ধারাবাহিকের সঙ্গে যুক্তরা।

গত কয়েকদিন ধরেই চলছে ফেডারেশন,আর্টিস্ট ফোরাম ও টেলিভিশন অ্যাসোসিয়েশনের কাজিয়া চলছে। একটি ধারাবাহিকের শ্যুটিং যার জেরে বন্ধ হলেও অভিনেতা ও টেকনিশিয়ানদের ভ্যাকসিন দেওয়া নিয়ে একজোট হয়ে এগিয়ে এসেছে টলিউড ইন্ডাস্ট্রির সমস্ত সংগঠনই। ইতিমধ্যেই টিকাকরণ (Covid Vaccination)  চালু করেছে ফেডারেশন, আর্টিস্ট ফোরাম,চ্যানেলগুলি ও প্রোডিউসার্স গিল্ড। 

প্রথম সারির চ্যানেলগুলির মধ্যে একটি স্টার জলসা। এই চ্যানেলের একাধিক ধারাবাহিকের কলা কুশলীরাও আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে। তাই চ্যানেলের বিভিন্ন প্রোজেক্টে তাঁদের সঙ্গে যুক্ত সমস্ত শিল্পী, টেকনিশিয়ানদের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা। 

আরও পড়ুন: এবারও শীর্ষস্থানে 'মিঠাই'! অনেক ধাপ নীচে তিন প্রথম সারির ধারাবাহিক 

চ্যানেল ও একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে ভ্যাকসিন পাবেন শিল্পীরা। গত বুধবার এবং বৃহস্পতিবার মুভিটন স্টুডিয়োয় চলেছে টিকাকরণের প্রক্রিয়া । প্রথম দিন মোট ২৫২ জন ও দ্বিতীয় দিন ২৫০ জন টিকা নিয়েছেন। প্রথমে যে আসবেন, তিনিই আগে পাবেন, এই নিয়মে টিকা দেওয়া হয়েছে সকলকে।

স্টার জলসার তরফ থেকে জানানো হয়, "পরিবারের নিরাপত্তার কথা ভেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্যুটিংয়ের পরিবেশ নিরাপদ রাখার জন্য সকলের টিকাকরণ অত্যন্ত প্রয়োজনীয় ছিল।"

আরও পড়ুন:  এবার বিনামূল্যে শিল্পী ও কলাকুশলীর টিকাকরণ ব্যবস্থা চ্যানেলের তরফে 

এই চ্যানেলের মতোই  ভ্যাকসিনেশন চালু করেছে জি বাংলা, ফেডারেশন ও আর্টিস্ট ফোরাম। প্রায় ৬৫০০ থেকে ৭০০০ জন অভিনেতা ও টেকনিশিয়ানদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া ব্যবস্থা করা হয়েছে ফেডারেশনের উদ্যোগে। আর্টিস্ট ফোরামের তরফ থেকে প্রায় ৩,৮০০ সদস্যদের কাছে ভ্যাকসিনেশন ড্রাইভের মেসেজ গেছে। সমস্যা ভুলে এখন এগিয়ে এসেছে সকলেই। এটাই ইতিবাচক টলিউড ইন্ডাস্ট্রির জন্য। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement