সম্প্রতি শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’। আর এই সিরিয়ালে উর্মির ভূমিকায় অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন অন্বেষা হাজরা। বাংলা টেলি জগতের অভিনেত্রীদের মধ্যে অন্বেষা বেশ পরিচিত একটি মুখ। শোনা যাচ্ছে, এক জনপ্রিয় অভিনেতার হাত ধরে ফের ছোটপর্দায় ফেরার কথা চলছে অন্বেষার। খুব অল্প সময়ের মধ্যেই অভিনেত্রী দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন আর তাই তাঁর সিরিয়ালে ফেরার খবর অবশ্যই তাঁর ভক্তদের কাছে খুশির আবহ তৈরি করবে।
বহুদিন পর্যন্ত চলেছে 'এই পথ যদি না শেষ হয়'
একদিকে যখন টিআরপির অভাবে একাধিক সিরিয়াল বন্ধ হয়ে চলেছে সেখানে দাঁড়িয়ে উর্মি-সাত্যকির ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়াল টানা দুবছরের কাছাকাছি রমরমিয়ে চলেছে। এই সিরিয়ালের কারণেই উর্মি ও সাত্যকির জুটি জনপ্রিয়তা পেয়েছে। এই সিরিয়াল যখন বন্ধ হয়ে যায় স্বাভাবিকভাবেই খুব মনমরা হয়ে পড়েছিলেন এই জুটির ভক্তরা। তবে আর মন খারাপের কোনও জায়গা নেই, খুব শীঘ্রই ছোটপর্দায় ফিরতে চলেছেন অন্বেষা হাজরা।
অন্বেষা ফিরবেন নতুন সিরিয়ালে
‘এই পথ যদি না শেষ হয়’-এর প্রধান চরিত্রে থাকা সাত্যকি ওরফে ঋত্বিক মুখোপাধ্যায় ইতিমধ্যেই নতুনভাবে অরুণিমার সঙ্গে 'মন দিতে চাই' সিরিয়ালে ফিরে এসেছেন। এবার অন্বেষার ফেরার পালা। টলি পাড়ার গুঞ্জন, খুব শীঘ্রই অন্বেষা ফিরছেন নতুন ধারাবাহিকে। পথ যদি না শেষ হয় যে চ্যানেলে সম্প্রসারিত হত, ওই একই চ্যানেলে এই নতুন ধারাবাহিক শুরু হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Manali Manisha Dey: বিয়ের দুবছর পরও হানিমুন হয়নি, প্রকাশ্যেই স্বামীকে হুমকি জনপ্রিয় অভিনেত্রীর
সৈয়দ আরেফিনর সঙ্গে জুটি বাঁধবেন উর্মি
তবে অন্বেষার কামব্যাকের পাশাপাশি আরও এক খবর শোনা যাচ্ছে। প্রতিদ্বন্দি চ্যানেলের এক জনপ্রিয় নায়কের সঙ্গে নতুন সিরিয়ালে জুটি বাঁধবেন অন্বেষা হাজরা। আর সেই অভিনেতা আর কেউ নন ‘খেলাঘর’ ধারাবাহিকের সৈয়দ আরেফিন। এবার তিনি উর্মির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। যদিও অফিসিয়ালি চ্যানেলের তরফ থেকে কিংবা সিরিয়াল নির্মাতাদের তরফ থেকে এই বিষয়ে পাকাপাকিভাবে কোনও খবর জানানো হয়নি। তবে দর্শকরা জানেন প্রোমো প্রকাশের আগে অফিশিয়ালি এরকম কোনও ঘোষণা করে না চ্যানেল কর্তৃপক্ষ কিংবা কলাকুশলীরা। তবে নতুন সিরিয়াল আসার খবরে দারুণ খুশি দর্শকরা।
প্রোমো শ্যুট বাকি
স্টুডিও পাড়া সূত্রে খবর, নতুন সিরিয়ালের কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে পাকা হয়ে গিয়েছে। এখন শুধু প্রোমো শ্যুটিং বাকি। ফেব্রুয়ারি মাসের শুরুতেই নতুন সিরিয়ালের প্রোমো দেওয়া হতে পারে।