Advertisement

Mamata Banerjee: ধারাবাহিকের সেরা গীতিকার- সুরকার মমতা, শুনেই মঞ্চ ছাড়লেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Aug 2023,
  • अपडेटेड 5:50 PM IST

ছোট পর্দা, দর্শকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বোধ হয় সকলের জানা। টেলিভিশনের চরিত্রগুলি হয়ে ওঠে, দর্শকদের বাড়ি কিংবা একেবারে পাশের বাড়ির সদস্য। বাঙালির ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমের চর্চাতেও ঢুকতে পারে মেগাগুলি। ২৪ অগাস্ট আয়োজিত হয়েছিল এবছরের টেলি আকাদেমি অ্যাওয়ার্ডস (Tele Academy Awards)। 

বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি। এবছর মোট ৪১ ক্যাটাগরিতে ৪৬ জনকে সম্মান জানানো হয়েছে। নিয়মিত পুরস্কারের পাশাপাশি এবছর আজীবন স্বীকৃতি এবং মরণোত্তর স্বীকৃতি দেওয়া হয়েছে শিল্পীদের। সেই সঙ্গে এদিন বিশেষ পুরস্কার ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রীর নামেও। যদিও তিনি পুরস্কার না নিয়েই, মঞ্চ থেকে নেমে যান।  

মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী- রাজনীতিবিদ ছাড়াও, একজন শিল্পী। বিনোদন- সংস্কৃতি জগৎ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। বিভিন্ন সময় তিনি নিজেই বলেছেন, নিয়মিত ধারাবাহিক দেখেন তিনি। অনেকেরই অজানা, 'গুড্ডি' ও 'জগদ্ধাত্রী' ধারাবাহিকের গান লিখেছেন ও সুর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর এই শিল্পীসত্ত্বাকে স্বীকৃতি দিতে এদিন সেরা গীতিকার ও সুরকার হিসেবে মমতার নাম ঘোষণা হয়। তবে পুরস্কার নিতে চাননি মুখ্যমন্ত্রী। মজার ছলে বিষয়টি এড়িয়ে, মঞ্চ থেকে নেমে যান তিনি। ভিডিওটি শেয়ার করেন সাধন পাণ্ডে কন্যা- শ্রেয়া পাণ্ডে।  

 

 

ছোট পর্দার শিল্পীদের উদ্দেশ্যে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আপনারা যেমন কারেন্ট ইস্যুগুলো সম্পর্কে মানুষকে সচেতন করে তোলেন, তাদের প্রাণবন্ত রাখেন, মানুষের মনে জাগরণ তৈরি করেন। আমি গর্ব করে বলতে পারি, বেশিরভাগ মানুষ খবর দেখে না, এসব চ্যানেল দেখে। তারা জীবনের হারানো ঠিকানা এখান থেকেই খুঁজে পায়। আপনাদের দেখানো কিছু ভাল জিনিসের জন্য মানুষ ভাবে, আমাদের এরকম ভাল মানুষ হতেই হবে। ভুল- ভ্রান্তি সবার মধ্যেই থাকে। কিছু কিছু অপরাধের দৃশ্যে লোকে আবার নকলও করে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু খারাপ জিনিস লোকে বেশি তাড়াতাড়ি গ্রহণ করে, কোনও অপরাধমূলক দৃশ্য দেখানোর পরে, কঠোর শাস্তি দেওয়ার ব্যাপারটা যদি আপনারা বিশেষভাবে দেখান, তাহলে প্রশাসনের জাগরণ হয় এবং আপ্নাদের থেকে শিক্ষা নিয়ে আমরাও অনেক কাজ করতে পারি। 

Advertisement

এদিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল 'জগদ্ধাত্রী', 'অনুরাগের ছোঁয়া', 'বাংলা মিডিয়াম', 'গুড্ডি', 'রামপ্রসাদ', 'গাঁটছড়া', 'হরগৌরী পাইস হোটেল'-র মতো ধারাবাহিকের নাম। বিশেষভাবে প্রশংসা করলেন পর্দার রামপ্রসাদ- সব্যসাচী চৌধুরীর। তাঁর কথায়, "একদিন আমি সিরিয়াল না দেখতে পারলে নিজে নিজে ভাবি পরের দিন কী দেখাবেন। কারণ আমি জানি আপনারা কী দেখাবেন। তবে একটা জিনিস আপনাদের থাকেই, একজনের তিনবার বিয়ে হচ্ছে। সেই সঙ্গে একটা কূটকাচালি থাকবেই। পজিটিভটাকে নেগেটিভ করে দিয়ে, সিরিয়ালটাকে বাড়িয়ে দেন। আর যদি কেউ চলে যায়, আপনারা তাঁকে মেরে দেন। এসবও আমি বুঝতে পারি।" 

প্রসঙ্গত, বাংলা টেলিভিশনের সঙ্গে যুক্ত শিল্পীদের সম্মান জানাতে, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি অ্যাওয়ার্ডস। ২০১২ সালে গঠিত হয় পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি। ২০১৪ তে শুরু হয় এই অনুষ্ঠান। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement