Advertisement

Bigg Boss Grand Finale: প্রোমোতেই ধামাকা রাহুল-নিকি-আলির, ফাইনালে পারফর্ম করবেন নোরা-রীতেশ

একটি প্রোমোতে দেখা যাচ্ছে কলঙ্ক ছবির 'বাকি সব ফার্স্ট ক্লাস হ্যায়' গানের পা মেলাচ্ছেন রাহুল, আলি এবং নিকি। কালার্সের সোশাল পোস্টে লেখা হয়, এই তিন দেখাবেন নিজেদের ফার্স্ট ক্লাস জলওয়া।

bigg boss finale
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Feb 2021,
  • अपडेटेड 6:24 PM IST
  • কলঙ্ক ছবির 'বাকি সব ফার্স্ট ক্লাস হ্যায়' গানের পা মেলাচ্ছেন রাহুল, আলি এবং নিকি
  • পারফর্ম করতে আসবেন নোরা ফাতেহি এবং রীতেশ দেশমুখ।
  • এক নজরে দেখে নিন কোথায় কী ভাবে দেখবেন

বিগ বস গ্র্যান্ড ফিনালে ঘিরে গোটা দেশেই তুমুল উৎসাহ দর্শকদের মধ্যে। ইতিমধ্যেই কার্লাস টিভির তরফ থেকে ৫ ফাইনালিস্ট রুবিনা দিলায়ক, রাহুল বৈদ্য, আলি গোনি, নিকি তাম্বোলি এবং রাখি সাওয়ান্তের (rubina dilaik, aly goni, rahul vaidya, nikki tamboli, rakhi sawant) নানা প্রোমো শেয়ার করা হয়েছে। নতুন দুটি প্রোমোতে রাহুল, আলি এবং নিকির জমাটি পারফরম্যান্স নজর কাড়ছে দর্শকদের।

একটি প্রোমোতে দেখা যাচ্ছে কলঙ্ক ছবির 'বাকি সব ফার্স্ট ক্লাস হ্যায়' গানের পা মেলাচ্ছেন রাহুল, আলি এবং নিকি। কালার্সের সোশাল পোস্টে লেখা হয়, এই তিন দেখাবেন নিজেদের ফার্স্ট ক্লাস জলওয়া।

 

 

অন্য আর একটি প্রোমোতে হিন্দি ছবির অবিস্মরণীয় জয়-বীরুর দেখা যাবে রাহুল এবং আলিকে। বিগবসের বাড়িতে এই দুজনের বন্ধুত্ব নিয়ে যথেষ্ট আলোচনা চলছে। মান্না দে এবং কিশোর কুমারের 'ইয়ে দোস্তি হম নেহি তোড়েঙ্গে' গানে পারফর্ম করবেন দুজনে। 

শুধু প্রতিযোগীরাই নন, এঁদের সঙ্গে ফাইনালে পারফর্ম করতে আসবেন নোরা ফাতেহি এবং রীতেশ দেশমুখ। সব মিলিয়ে ফাইনাল সত্যিই গ্র্যান্ড হতে চলেছে।

 

এক নজরে দেখে নিন কোথায় কী ভাবে দেখবেন

 

টিভির পর্দায়
গ্র্যান্ড ফিনালের সম্প্রচার ২১ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে কালার্স টিভি-তে (Colors TV) করা হবে।

অনলাইলে যেখানে যেখানে দেখবেন
যদি টেলিভিসনে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তবে কোনও চিন্তা নেই। Voot এবং MX Player অ্যাপেও ফিনালে দেখা যাবে। Jio TVতে সরাসরি ফিনালে দেখা যাবে। এয়ারটেল সাবস্ক্রাইবাররা লাইভ শো দেখতে পারেন Airtel XStream-এ। ভোডাফোন ব্যবহারকারীরা Vodafone Play এবং বিএসএনএল ব্যবহারকারীরা Mobile TV অ্যাপে পুরো এপিসোড দেখতে পারেন।

Advertisement

লাইভ ভোটিং কী ভাবে করবেন?
মোবাইলে Voot অ্যাপ বা ব্রাউজার থেকে www.voot.com-এ গিয়ে নিজের ইউজার আইডি এবং পাসওয়র্ড দিয়ে লগ ইন করুন। সেখানে মেনুতে Bigg Boss Zone সিলেক্ট করুন। সেখানেই Vote Now অপশন মিলবে। পছন্দের প্রতিযোগীকে ভোট করার জন্য সম্ভবত ১ ঘণ্টা সময় পাওয়া যাবে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement