Advertisement

Pilu- Neem Phuler Modhu: 'নিম ফুলের মধু' -র জেরে কোপ পড়বে 'পিলু'-র উপর? মেগা শেষ হওয়ার জল্পনা...

Bangla Serial: আগেই শোনা গিয়েছিল পুজোর পর জি বাংলায় আসছে বেশ কয়েকটি সিরিয়াল। যার জেরে কোপ পড়বে, পুরনো কয়েকটি মেগাতে। এরই মধ্যে এসামনে এসেছে একটি নতুন ধারাবাহিকের প্রোমো।

অভিনেত্রী ইধিকা পাল, পল্লবী শর্মা ও মেঘা দাঁ (ছবি: ফেসবুক)অভিনেত্রী ইধিকা পাল, পল্লবী শর্মা ও মেঘা দাঁ (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Oct 2022,
  • अपडेटेड 11:09 AM IST

জি বাংলায় আসছে একাধিক নতুন মেগা সিরিয়াল (New Serial)। একথা এখন প্রায় সকলের জানা। ইতিমধ্যে সামনে এসেছে 'নিম ফুলের মধু' (Neem Phuler Modhu)-র প্রোমো। নতুন মেগা আসা মানেই কোপ পড়বে কোনও পুরনো ধারাবাহিকে। সব ধারাবাহিকের ফ্যানেরা ইতিমধ্যে চিন্তায় পড়েছে, তাহলে কি শেষ হবে তাদের প্রিয় মেগা? এর মধ্যে এগিয়ে আছে 'মিঠাই' (Mithai), 'লালকুঠি' (Lalkuthi) ও 'পিলু' (Pilu)-র নাম। তবে মোদক পরিবার, তাদের ফ্যানেদের উদ্দেশ্যে জানিয়েছে, এখনই শেষ হচ্ছে না 'মিঠাই'। এবার সামনে আসছে 'পিলু'-র নাম। 

টেলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, শেষ হবে আহির- পিলু, মল্লার- রঞ্জার গল্প। যদিও এই খবর শোনা যাওয়ার পর থেকে বেজায় মন খারাপ 'পিলু'-র অনুগামীদের। শোনা যাচ্ছে, নভেম্বরের শুরুতেই হবে 'পিলু'-র শেষ পর্বের শ্যুটিং এবং প্রথম সপ্তাহেই সমাপ্তি হবে ধারাবাহিকের। এমনকি একই সেটে শ্যুটিং হওয়ার কথা 'নিম ফুলের মধু'-র। যদিও এবিষয় চ্যানেল কর্তৃপক্ষ বা অভিনেতাদের তরফ থেকে কোনও তথ্য মেলেনি। তাঁরা এই মুহূর্তে মুখে কুলুপ এঁটেছেন। 

আরও পড়ুন

'করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব' শেষ হয়ে সেই স্থানে ৬.৩০ মিনিটে দেখা যেত 'পিলু'। পরে 'খেলনা বাড়ি' শুরু হওয়ায়, সন্ধ্যা ৬.৩০ টার পরিবর্তে ৬ টায় দেখা যায় 'পিলু'। শুরুতে আহির -পিলুর গল্পই মূলত দেখা গেলেও, পরে সেখানে প্রাধান্য পায় অন্যান্য চরিত্রও। এমনকি রঞ্জা- মল্লারের গল্প বেশি প্রাধান্য পাচ্ছে বলে অনেকে কটাক্ষও করেন। সোস্যাল মিডিয়ায় কমেন্ট আসতে শুরু করে, "ধারাবাহিকের নাম পিলু না হয়ে রঞ্জা হতে পারত...।"  তবে দারুণ খুশি হয়েছিলেন ইধিকা পাল ও ধ্রুবজ্যোতি সরকারের ফ্যানেরা। তবে সত্যিই 'পিলু' শেষ হবে নাকি, এই মেগাকে অন্য কোনও স্লটে পাঠানো হবে তা সময়ই বলবে। 

প্রসঙ্গত, 'নিম ফুলের মধু'-এ এবার জুটি বাঁধছেন ছোট পর্দার জবা ও সঙ্গীত অর্থাৎ অভিনেত্রী পল্লবী শর্মা ও রুবেল দাস। প্রোমো দেখে বোঝা যাচ্ছে, এটি আদ্যোপান্ত ফেমিলি ড্রামা। মুখ্য চরিত্রে পল্লবী- রুবেল ছাড়া, ধারাবাহিকে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু, লিলি চক্রবর্তী, অরিজিতা মুখোপাধ্যায়, নিবেদিতা মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয় টেলি অভিনেতারা। 
 

Read more!
Advertisement
Advertisement