Advertisement

Tollygunge NT1 Studio Fire- Serial Set: টালিগঞ্জের স্টুডিওতে আগুনের জের, শ্যুটিং বন্ধ 'হরগৌরী পাইস হোটেল' সহ আরও ২ মেগার?

Tollygunge Studio Fire- Serial Set: বর্তমানে এই স্টুডিওতে তিনটি বাংলা ধারাবাহিকের শ্যুটিং চলে। কী অবস্থাএই মুহূর্তে স্টুডিওর? ধারাবাহিকের শ্যুটিং কি তাহলে বন্ধ? খোঁজ নিল bangla.aajtak.in। 

অভিনেতা রাহুল ও শুভস্মিতা, এনটিওয়ান স্টুডিও (ডান দিকে) অভিনেতা রাহুল ও শুভস্মিতা, এনটিওয়ান স্টুডিও (ডান দিকে)
সৌমিতা চৌধুরী
  • কলকাতা,
  • 19 Mar 2023,
  • अपडेटेड 3:50 PM IST

রবিবার সকাল সকাল খারাপ খবর। ভোরে ভয়াবহ আগুন লাগে টালিগঞ্জের স্টুডিও (Tollygunge Studio) পাড়ায়। এনটিওয়ান স্টুডিওতে (NT1 Studio) হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বর্তমানে এই স্টুডিওতে তিনটি বাংলা ধারাবাহিকের শ্যুটিং চলে। কী অবস্থাএই মুহূর্তে স্টুডিওর? ধারাবাহিকের শ্যুটিং (Bangla Serial Shooting) কি তাহলে বন্ধ? খোঁজ নিল bangla.aajtak.in। 

টালিগঞ্জের অশোক নগরের চন্ডী ঘোষ রোডে অবস্থিত এনটিওয়ান স্টুডিও। বিভিন্ন সময়ে বহু জনপ্রিয় ধারাবাহিকের সেট ছিল এই স্টুডিও। বর্তমানে তিন চ্যানেলের তিন ধারাবাহিকের সেট রয়েছে এখানে। স্টার জলসার 'হরগৌরী পাইস হোটেল' (Horogouri Pice Hotel), সান বাংলার 'নয়নতারা' (Nayantara) এবং কালার্স বাংলার 'টুম্পা অটোওয়ালি' (Tumpa Autowali) -র শ্যুট হয়ে এখানে। আগুন লাগার খবর শুনে অনেকের মনেই প্রশ্ন ঘুরছে এবার কীভাবে শ্যুটিং হবে এই মেগার? 

 

আরও পড়ুন

 

তিন চ্যানেলের তরফ থেকেই জানা গেছে, পুরনো ক্যান্টিনে দিকে আগুন লেগেছিল। এই ফাঁকা জায়গায় সাইকেল, বাইক রাখা হত। এই ক্যান্টিনের রান্না করার কোনও ব্যবস্থা নেই বর্তমানে। মাঝে মাঝে প্যাকেট করা  খাবার এসে শুধুমাত্র সকলের মধ্যে ভাগ করে দেওয়া হয়। কোনও ফ্লোরে এর আঁচ পড়েনি। এছাড়া সকাল ৯টার মধ্যেই আগুন আয়ত্তে আনা গেছে। ফলস্বরূপ স্টুডিওতে যথারীতি পাবি শ্যুটিং চলছে।     

 

যেখানে মূলত আগুন লেগেছে, সে ক্যান্টিনটি 'হরগৌরী পাইস হোটেল'-র সেটের পিছনে। তবে আজ পূর্ব নির্ধারিত কারণেই এই মেগার শ্যুটিং বন্ধ ছিল। ধারাবাহিকের শংকর অর্থাৎ অভিনেতা রাহুল মজুমদার জানান, "শ্যুটিং সেটে এর কোনও আঁচ আসেনি। পুরনো ক্যান্টিনের দিকে আগুন লেগেছিল। আজ আমাদের শ্যুট বন্ধ ছিল। তবে যা খবর পেলাম, কোনও ফ্লোরে কোনও সমস্যা হয়নি।"  

Advertisement

রবিবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে এনটিওয়ান স্টুডিওতে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায় দমকলের ৩ ইঞ্জিন। দমকলের পাাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশও। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দারাও তৎপর হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। 

 

Read more!
Advertisement
Advertisement