Advertisement

Rupsa Chatterjee wedding: আর মাত্র ১৩ দিন, বিয়ের পিঁড়িতে বসছেন টলি অভিনেত্রী রূপসা

বাংলা টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। ‘ইন্সপেক্টর নলিনীকান্ত’ ওয়েব সিরিজে কাজ করে ভালো সুনাম অর্জন করেছেন অভিনেত্রী। এবার ২০২৩ সালেই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী।

রূপসা ও সায়নদ্বীপরূপসা ও সায়নদ্বীপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Feb 2023,
  • अपडेटेड 11:15 AM IST
  • টলিপাড়ায় বেশ পরিচিত মুখ অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। যিনি চুটিয়ে প্রেম করছেন সায়নদ্বীপ সরকারের সঙ্গে। খুব কমদিনের প্রেমই এবার পরিণতি পেতে চলেছে।
  • ২০২৩ সালেই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী।
  • সোশ্যাল পেজে প্রেমিক সায়নদীপের সঙ্গে ছবি পোস্ট করে রূপসা জানিয়ে দিলেন তিনি কবে বিয়ের পিঁড়িতে বসেছেন।

টলিপাড়ায় বেশ পরিচিত মুখ অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। যিনি চুটিয়ে প্রেম করছেন সায়নদীপ সরকারের সঙ্গে। খুব কমদিনের প্রেমই এবার পরিণতি পেতে চলেছে। সোশ্যাল পেজে প্রেমিক সায়নদীপের সঙ্গে ছবি পোস্ট করে রূপসা জানিয়ে দিলেন তিনি কবে বিয়ের পিঁড়িতে বসেছেন। 

ভ্যালেন্টাইনস ডে-এর দিন বাগদান পর্ব
বাংলা টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। ‘ইন্সপেক্টর নলিনীকান্ত’ ওয়েব সিরিজে কাজ করে ভালো সুনাম অর্জন করেছেন অভিনেত্রী। এবার ২০২৩ সালেই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী। সায়নদীপ তাঁর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। যেখানে একে-অপরের খুব কাছাকাছি রয়েছেন তাঁরা। ক্যাপশনে সায়নদ্বীপ লিখেছেন, আর মাত্র ১৩ দিন বাকি। পোস্ট দেখে মনে হচ্ছে ভ্যালেন্টাইনস ডে-এর দিন বাগদান পর্ব সারবেন রূপসা ও সায়নদীপ। 

অল্পদিনের পরিচয় বিয়েতে পরিণতি পেল
ইন্ডাস্ট্রির কোনও মানুষের সঙ্গে আর যে অভিনেত্রী প্রেম করবেন না সেটা আগেই জানিয়ে দিয়েছিলেন রূপসা। সায়নদীপের সঙ্গে রূপসার পরিচয় বেশিদিনের নয়। এক বন্ধুর বাড়িতে আলাপ হয় সায়নদীপের। রূপসার কথায় কী করে যে সব হয়ে গেল তিনি নিজেও বুঝতে পারেননি। তবে সকলে রূপসাকে জানিয়েছেন তাঁর ও সায়নদীপের জুটি বেশ মিষ্টি। রূপসা আগের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি সায়নদীপের সঙ্গে নিজের ভবিষ্যৎ দেখেছেন। শোনা যাচ্ছে বাগদানের দিনই এই জুটি আইনি বিয়েও সেরে নিতে পারেন। অন্তত সেরকমটাই আভাস পাওয়া গিয়েছে। তবে বিয়েটা এখনই নয়, বরং বছরের শেষে সায়নদীপের সঙ্গে রাজকীয় বিয়ে করবেন রূপসা। 

আরও পড়ুন

প্রেমিক সায়নদ্বীপের সঙ্গে রূপসা ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ
বাংলায় একাধিক কাজ করেছেন রূপসা। বিশেষ করে ওটিটি-র পরিচিত মুখ তিনি। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘ইনস্পেক্টর নলিনীকান্ত’ ছবিতে। তবে রূপসার প্রেমিক সায়নদীপের সঙ্গে বিনোদন জগতের কোনও সম্পর্ক নেই। বরং কর্পোরেট জগতে কাজ করেন তিনি। এক ঘরোয়া পার্টিতে আলাপ হয় দুজনের। প্রথম দেখাতেই ভালোলাগা। আর জলদিই তা গড়াল বিয়ের পিঁড়িতে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন রূপসা-সায়নদীপ। কোনওদিনই তাঁরা তাঁদের সম্পর্ককে লুকিয়ে রাখেননি। রূপসা আরও জানান, 'সবাই এত ভালো বলছে তো তাই বেশ ভয়ও লাগছে।' চার হাত এক হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। 

Advertisement

এর আগেও প্রেম এসেছে রূপসার জীবনে
এর আগেও প্রেম এসেছে রূপসার জীবনে। তবে তা পরিণতি পায়নি। এবারে সেটাই হতে চলেছে। তাই ভালোলাগা-উদ্বেগ মিলিয়ে এক মিশ্র অনুভূতি কাজ করছে। তবে শীতেও যে রূপসা-সায়নদীপের জীবনে বসন্তের ফুরফুরে বাতাস যে এসে গিয়েছে তা বলাই বাহুল্য। 

Read more!
Advertisement
Advertisement