বাংলা সিরিয়ালের টিআরপিতে 'মিঠাই' সিরিয়ালকে ছাপিয়ে চলে গিয়েছে 'জগদ্ধাত্রী'। অতীতে মিঠাই-এর মতোই এই সিরিয়ালও এখন বেঙ্গল টপারের জায়গা দখল করে নিয়েছে। অন্য সিরিয়ালে সাংসারিক কূটকাচালি থেকে বেরিয়ে এসে এই সিরিয়ালের অন্যরকম গল্প দর্শকদের মন জয় করতে সফল হয়েছে। জগদ্ধাত্রী দেখতে তাই সকলেই ভালোবাসে। কিন্তু ইদানিং এই সিরিয়ালটিকে ঘিরে কিছু সমস্যা দেখা গিয়েছে। সিরিয়ালে এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে যা নেটিজেনদের একেবারে অপছন্দ। সোশ্যাল মিডিয়ায় এই সিরিযালকে ঘিরে ট্রোল শুরু হয়েছে।
টিআরপিতে জায়গা পেতে শিশুদের হাতিয়ার
আসলে সম্প্রতি এই জনপ্রিয় সিরিয়ালকে ঘিরে এক মারাত্মক অভিযোগ শোনা যাচ্ছে। টিআরপিতে নিজেদের জায়গা ধরে রাখতে এবার শিশুদেরকে হাতিয়ার করা হয়েছে এই সিরিয়ালে। আর তাতেই বেজায় চটেছেন দর্শকরা। বর্তমানে জগদ্ধাত্রীতে গল্প এগোচ্ছে ছোট্ট মেয়ে কাঁকনকে নিয়ে। মায়ের শত্রুতার জন্য গুলি খেতে হয় কাঁকনকে আর একরত্তি এখন হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
কাঁকনকে বিভিন্নভাবে মেরে ফেলার চেষ্টা
সিরিয়ালের প্রথম থেকেই দেখানো হয়েছে যে কাঁকন কথা বলতে পারে না। তাই স্বাভাবিকভাবেই ছোট্ট কাঁকন দর্শকদের বিপিল ভালোবাসা ও সহানুভূতি পেয়ে এসেছে। কিন্তু এখন বড়দের অশান্তি-ঝামেলার মধ্যে পড়ে শুধু শুধু কষ্ট ভুগতে হচ্ছে তাকে। হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে যেখানে পাঞ্জা লড়ছে ছোট্ট কাঁকন, সেখানেও তাকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে।
আরও পড়ুন: Gaatchora: শেষ হবে ঋদ্ধি- খড়িদের জার্নি? 'গাঁটছড়া' শেষ হওয়ার জল্পনা টেলিপাড়ায়
রুষ্ট হচ্ছেন দর্শকেরা
সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে কাঁকনের মা কৌশিকী মুখার্জীকে মারার জন্য চক্রান্ত করে ফাঁদ পেতে রাখা হয়েছিল। কিন্তু গুলি এসে লেগে যায় কাঁকনের শরীরে। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে কাঁকনকে মারার জন্য হাসপাতালে একজন বন্দুক তাক করে রয়েছে। একটা ছোট্ট শিশুর উপর দিয়ে এত ঝড় বয়ে যেতে দেখে প্রতিবাদ জানাচ্ছেন দর্শকরা। কাঁকনকে হাসপাতালে এভাবে শুয়ে থাকতে দেখে অনেক দর্শকই আপত্তি তুলেছেন।
বিপদে পড়তে পারে চ্যানেল কর্তৃপক্ষ
নেটিজেনদের একাংশের দাবি এই সিরিয়াল টিআরপি পাওয়ার লোভে ক্রমেই হিংসাত্মক কার্যকলাপকে বেশি করে অগ্রাধিকার দিচ্ছে। সিরিয়ালে এত মারপিট, হিংসা ভালো নজরে দেখছেন না দর্শকেরা। নেটিজেনরা সিরিয়াল নির্মাতা ও চ্যানেল কর্তৃপক্ষকে জানিয়েছেন যে যেভাবে ছোট্ট শিশুর ওপর একের পর এক হিংসাত্মক ঘটনা দেখানো হচ্ছে তাতে কেউ যদি জনস্বার্থ মামলা দায়ের করে দেয় তবে বিপাকে পড়তে পারে প্রোডাকশন হাউস আর চ্যানেল।