Bengali Serial BARC TRP List: বৃহস্পতিবারের অপেক্ষায় থাকেন ছোট পর্দার বহু দর্শকেরা। কারণ সাধারণত সপ্তাহের এদিনই টিআরপি (TRP) প্রকাশ্যে আসে। এসে গেছে বাংলা ধারাবাহিকের (Bangla Serial) গত সপ্তাহের মার্কশিট। বিরাট রদবদল হয়েছে একাধিক মেগার স্কোরে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাংলা টেলিভিশনে (Bengali Television)। জানুন আপনার প্রিয় মেগা কেমন স্কোর করেছে এবং কোন স্থানে রয়েছে এবার।
এবার শীর্ষ স্থান দখল করেছে 'জগদ্ধাত্রী' (Jagadhhatri), পেয়েছে ৮.০ নম্বর। দ্বিতীয় স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa), প্রাপ্তি ৭.৯। প্রায় সপ্তাহ তিনেক পরে প্রথম থেকে তিনে নামল 'ধুলোকণা'(Dhulokona)। এই মেগার প্রাপ্তি ৭.৩। চতুর্থ স্থান বভাল 'আলতা ফড়িং'(Aalta Phoring)-র, পেয়েছে ৭.১। দারুণ পারফর্ম করে এবার যৌথভাবে পঞ্চমে 'এক্কা দোক্কা' (Ekka Dokka) ও 'খেলনা বাড়ি' (Khelna Bari)। এই দুই মেগার স্কোর ৬.৭।
৬.৬ রেটিং পয়েন্ট পেয়ে যৌথ ভাবে ষষ্ঠ স্থান দখল করেছে 'গাঁটছড়া'(Gatchhora) ও 'মাধবীলতা' (Madhabilata)। সপ্তমে রয়েছে তিন মেগা। 'নবাব নন্দিনী' (Nabab Nandini), 'গৌরী এলো'(Gouri Elo) এবং 'মিঠাই'(Mithai)-র ঝুলিতে এবার ৬.৪ নম্বর। অষ্টম স্থান দখল করেছে 'সাহেবের চিঠি'(Saheber Chithi), পেয়েছে ৬.১। নবমে 'হরগৌরি পাইস হোটেল'(Horogouri Pice Hotel) -র ঝুলিতে ৫.৪। অন্যদিকে দশম স্থানে 'পিলু' (Pilu) পেয়েছে ৪.৯ নম্বর।
প্রথম দশে কোন মেগা (Top 10 Bangla Serials in TRP)
* প্রথম - জগদ্ধাত্রী (৮.০)
* দ্বিতীয় - অনুরাগের ছোঁয়া (৭.৯)
* তৃতীয় - ধুলোকণা (৭.৩)
* চতুর্থ - আলতা ফড়িং (৭.১)
* পঞ্চম - এক্কা দোক্কা (৬.৭)
* পঞ্চম - খেলনা বাড়ি (৬.৭)
* ষষ্ঠ - গাঁটছড়া (৬.৬)
* ষষ্ঠ - মাধবীলতা (৬.৬)
* সপ্তম - নবাব নন্দিনী (৬.৪)
* সপ্তম - গৌরী এলো (৬.৪)
* সপ্তম - মিঠাই (৬.৪)
* অষ্টম - সাহেবের চিঠি (৬.১)
* নবম - হরগৌরি পাইস হোটেল (৫.৪)
* দশম- পিলু (৪.৯)
দীর্ঘ সময় ধরে সেরার সেরা মেগা ছিল 'মিঠাই'। গত সপ্তাহে তলানিতে থাকলেও, নতুন অধ্যায় শুরু হওয়ার পর এবার স্কোর কিছু ভাল মনোহরার সদস্যদের। নতুন শুরু হওয়া একাধিক ধারাবাহিক ভাল স্কোর করেছে। অন্যদিকে এক সময়ের শীর্ষে থাকা মেগাগুলির যথেষ্ট খারাপ ফল।
আসছে বেশ কয়েকটি ধারাবাহিক। শীঘ্রই শেষ হতে পারে একাধিক ধারাবাহিক। দর্শকদের মনোরঞ্জন করার জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। বারবার পরিবর্তন হচ্ছে সম্প্রচারের সময়। তাই টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।