TRP-র দৌড়ে বেশ পিছনে মিঠাই। এক সময়ের শীর্ষে থাকা মেগাগুলির যথেষ্ট খারাপ ফল। অন্যদিকে নতুন শুরু হওয়া বেশীরভাগ ধারাবাহিকগুলি দারুণ স্কোর করেছে। সাধারণত বৃহস্পতিবার TRP প্রকাশ্যে আসে। তাই সপ্তাহের এদিনের অপেক্ষায় থাকেন টেলিভিশনের বহু দর্শক। সামনে এসেছে বাংলা মেগার গত সপ্তাহের মার্কশিট। বাংলা টেলিভিশনে জোরদার লড়াই চলছে। জানুন আপনার প্রিয় মেগা কেমন স্কোর করেছে এবং কোন স্থানে রয়েছে। দারুণ স্কোর করে এবারও বেঙ্গল টপার 'অনুরাগের ছোঁয়া'। সূর্য- দীপারা 9.6 নম্বর পেয়ে সেরার সেরা হয়েছে। দ্বিতীয় স্থান বহাল 'জগদ্ধাত্রী'-র, পেয়েছে 8.7। এবারও তৃতীয় স্থানে 'গৌরী এল'-র প্রাপ্তি, 8.2। যৌথ চতুর্থ 'নিম ফুলের মধু' ও 'খেলনা বাড়ি'। এই দুই মেগার ঝুলিতে 7.8। একধাপ উঠে, পঞ্চম স্থান দখল করল 'বাংলা মিডিয়াম', পেয়েছে 7.2। ষষ্ঠ স্থানে রয়েছে পঞ্চমী'। এই মেগা পেয়েছে 6.9। সপ্তমে 'রাঙা বউ' -র ঝুলিতে 6.8 নম্বর। অষ্টম স্থানে 'এক্কা দোক্কা'-র প্রাপ্তি 6.7। একধাপ উঠে এবার নবমে 'গাঁটছড়া' , পেয়েছে 6.5। দশম স্থানে 'মেয়েবেলা' , পেয়েছে 6.3। 'গাঁটছড়া' ধারাবাহিকও একেবারে তলানিতে। আসছে আরও বেশ কয়েকটি নতুন মেগা। দর্শকদের মনোরঞ্জন করার জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। বারবার পরিবর্তন হচ্ছে সম্প্রচারের সময়। নতুন বছরে টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে