Advertisement

মনোরঞ্জন

সাদা-কালো পোশাকে 'উষ্ণ' মনামী! দেখুন অভিনেত্রীর বোল্ড লুক

Aajtak Bangla
Aajtak Bangla
  • 29 Oct 2020,
  • Updated 2:52 PM IST
  • 1/6

টেলিভিশনের জনপ্রিয় মুখ মনামী ঘোষ। সোস্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ইন্সটাগ্ৰামে সাদা কালো পোশাক পরে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। জেব্রা প্রিন্টের ওয়ান পিসের সঙ্গে গাঢ় লাল লিপস্টিপ, চোখে মোটা কাজল ও খোলা চুলে একেবারে কনফিডেন্ট ও বোল্ড লুক অভিনেত্রীর। 

  • 2/6

আবার আরেকটি ছবিতে হালকা ডেনিমের সঙ্গে দাবার বোর্ডের প্রিন্ট করা একটি ক্রপ টপ পরে সাহসী লুক দিয়েছেন মনামী।

  • 3/6

মনামীর শেয়ার করা সম্প্রতি ছবিগুলি দেখলে বোঝা যায়, সাদা-কালো রঙকেই নিজের স্টাইল স্টেটমেন্ট হিসাবে বেছে নিচ্ছেন কিংবা পছন্দ করছেন তিনি।

  • 4/6

সাদা কালো লং শার্টের সঙ্গে কালো শর্ট স্কার্ট পরে হাতে পানীয়-র গ্লাস দেওয়া ছবিতে মনামী লিখেছেন, "বেশী করে জল খেয়ে সুস্থ থাকুন"।

  • 5/6

কখনও নাচের ভিডিও তো কখনও নিজের ব্লগ শেয়ার করেন অভিনেত্রী‌। তাঁর পোস্ট করা প্রতিটি ছবি ও ভিডিও কিছু সময়ের মধ্যেই মন জিতে নেন অনুগামীদের। 

  • 6/6

পুজোর কিছুদিন আগে শেষ হয়েছে 'ইরাবতির চুপকথা' মেগা সিরিয়াল। শুটিং শেষ হওয়ার পর প্রথমে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এরপর খুব শীঘ্রই ফের কাজে ফিরবেন বলে জানান তিনি। ওয়েব সিরিজের কাজ এখন মন দিচ্ছেন মনামী।

Advertisement
Advertisement