Advertisement

মনোরঞ্জন

আকাশপথে এল 'এনগেজমেন্ট রিং', ফিল্মি কায়দায় বাগদান সারলেন নীল-তৃণা

Aajtak Bangla
Aajtak Bangla
  • 11 Jan 2021,
  • Updated 12:05 AM IST
  • 1/8

এই মুহুর্তে টেলিভিশনের জনপ্রিয় দুটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন তারা। দীর্ঘদিনের বন্ধুত্ব পরিণতি পেতে চলেছে। সেখানে সিনেম্যাটিক ছোঁয়া থাকবে না, তা কি হয়? তাই বাগদান হল একেবারেই সিনেমার মত। ব্যাকগ্রাউন্ড থেকে আংটি পরানো পর্ব, সবেতেই ছিল জাঁকজমক।

  • 2/8

শনিবারই বাগদান পর্বটি সেরে ফেলে টেলিভিশন হার্টথ্রব নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবার এবং বন্ধুবান্ধবরা। নিজেদের বিয়ের খবর দেওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় একের পর এক ছবি দিতে থাকেন তাঁরা। 
 

  • 3/8

 ‘কৃষ্ণকলি’র নিখিল মানে নীল এবং ‘খড়কুটো’ ধারাবাহিকের গুনগুন অর্থাৎ তৃণার বাগদান পর্বের ছবি এখন সোশাল মিডিয়ায় হিট। 
 

  • 4/8

কাপল ফটোশুট থেকে ধারাবাহিকের সেটে আইবুড়োভাত খাওয়া, একের পর এক ছবিতে মজেছেন অনুরাগীরাও। 

  • 5/8


শনিবার বাগদানের জন্য বেবি পিঙ্ক শাড়িতে সেজেছিলেন তৃণা, অন্যদিকে বেইজ রঙের বন্ধগলায় দেখা গেল নিখিলকে।
 

  • 6/8


আগামী ৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়ছেন নীল-তৃণা। রিসেপশনের ব্যবস্থা থাকছে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিন। এই জমকালো অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউড এবং টেলি জগতের এক ঝাঁক চেনা মুখ। 
 

  • 7/8

অভিনয় জীবনে আসার অনেক আগে থেকেই তাঁদের পরিচয়। ২০১১ সালে MBA পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় CAT ক্লাসে প্রথম দেখা।

  • 8/8

সেই মুহূর্তেই তৃণাকে ভাল লেগে গিয়েছিল নীলের। মাঝে অনেকগুলও বছর কাটলেও অটুট রয়েছে সেই ভালবাসা। অবশেষে পরিণতি পেল।

Advertisement
Advertisement