Advertisement

মনোরঞ্জন

TRP: তালিকায় প্রবেশ করল 'ইন্ডিয়ান আইডল', আবারও শীর্ষে 'অনুপমা'

Aajtak Bangla
Aajtak Bangla
  • 11 Dec 2020,
  • Updated 12:55 PM IST
  • 1/6

২০২০-র ৪৮তম সপ্তাহের টিআরপি তালিকা এসে গিয়েছে। নিজের জায়গা ধরে রেখেছে 'অনুপমা'। আবারও এক নম্বরে রূপালি গাঙ্গুলির ধারাবাহিক। এবার তালিকায় প্রবেশ করেছে 'ইন্ডিয়ান আইডল'। 

  • 2/6

রূপালি গাঙ্গুলি অভিনীত 'অনুপমা' স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক। ধারাবাহিকভাবে প্রথমস্থানে রয়েছে। এই সপ্তাহে নতুন টুইস্ট দেখা গেছে। এই কারণেই দর্শকের মন জয় করে নিয়েছে 'অনুপমা'। 

  • 3/6

গত সপ্তাহের মত এই সপ্তাহতেও দ্বিতীয় স্থানে রয়েছে 'কুন্ডলি ভাগ্য'। শ্রদ্ধা আরিয়া এবং ধীরজ ধূপার অভিনীত এই ধারাবাহিকে এখন নতুন টুইস্ট এসেছে। 

  • 4/6

মাত্র দু-সপ্তাহ হল শুরু হয়েছে 'ইন্ডিয়ান আইডল'। আর এরই মধ্যে তিন নম্বরে জায়গা করে নিয়েছে এই রিয়্যালিটি শো। বিচারকের স্থানে রয়েছেন নেহা কক্কর, বিশাল দাদলানি এবং হিমেশ রেশামিয়া। 

  • 5/6

শুরু থেকেই 'ইমলি'তে মজেছে দর্শক। গত সপ্তাহে টপ ফাইভ থেকে উধাও হলেও, এই সপ্তাহে আবারও ছন্দে ফিরে চার নম্বরে জায়গা করে নিয়েছে 'ইমলি'। 

  • 6/6

পাঁচ নম্বরে সাব টিভির 'তারক মেহতা কা উলটা চশমা'। বেশ কিছু দিন ধরে টিআরপি তালিকা থেকে অদৃশ্য হলেও, আবার তালিকায় ফিরে এসেছে দীর্ঘদিন ধরে চলা এই মেগা ধারাবাহিক। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement