সমাজের যে কোনও স্তরেই নারীর সঙ্গে লড়াই শব্দটা কেমন জড়িয়ে রয়েছে। কখনও বাইরের সমাজ, তো কখন পরিবার, লড়াই জারি থাকে। আবার সবকিছুকে ছাপিয়ে যায় নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব। পরিচালক অর্জুন দত্তর পরবর্তী ছবি 'গুলদস্তা' এমনই এক ন্যায়-অন্যায়ের দ্বন্দ্বের গল্প। ফোটো- স্বস্তিকা ফেসবুক সৌজন্যে
ছবিতে একটি মুখ্য চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম ডলি বাগরি। ডলির ভূমিকায় অভিনয় করার স্বার্থেই ওজন বাড়াতে হয়েছিল স্বস্তিকাকে। ফ্লোরে বসে তাঁকে পরিমাণে খেতে দেখে অবাক হতেন অনেকেই। ফোটো- স্বস্তিকার ফেসবুক সৌজন্যে
তবে স্বস্তিকা বরাবরই জানিয়ে থাকেন খেতে ভালবাসেন তিনি। ছবিতে আরও দুই মুখ্য চরিত্রে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায় ও দেবযানী চট্টোপাধ্যায়। ফোটো- স্বস্তিকার ফেসবুক সৌজন্যে
ছবিতে শ্রীরূপার চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। পুজোর মরশুমেই মুক্তি পাচ্ছে গুলদস্তা। ফোটো- স্বস্তিকার ফেসবুক সৌজন্যে
অর্পিতা আগে অর্জুনের পরিচালনায় কাজ করলেও স্বস্তিকা প্রথমবার জুটি বাঁধলেন পরিচালকের সঙ্গে। গুলদস্তায় অন্যরকম চরিত্রেই পর্দায় দেখা মিলবে তাঁর। ফোটো- স্বস্তিকার ফেসবুক সৌজন্যে
শুটিং ফ্লোরে নাকি মেকআপ ভ্যানের বাইরেই থাকতে স্বচ্ছন্দ স্বস্তিকা। অনুরাগীদের ভিড় হওয়ার আশঙ্কায় কেউ ভেতরে যেতে বললে স্বস্তিকা অকপট উত্তর, এই লুকে আমায় কেউ চিনতে পারবে না। ফোটো- স্বস্তিকার ফেসবুক সৌজন্যে
ডলি চরিত্রটি সম্পর্কে আগে অভিনেত্রী জানিয়েছিলেন, খুব বেশি অবাঙালি চরিত্রে অভিনয় করেননি তিনি। সে কারণেই এই চরিত্রটার প্রতি আকৃষ্ট হয়েছেন। আর অর্পিতার সঙ্গে কাজ করতে পারার সুযোগটাও ছাড়তে চাননি। ফোটো- স্বস্তিকার ফেসবুক সৌজন্যে
গুলদস্তায় দেবযানী চট্টোপাধ্যায় রয়েছেন রেণুর চরিত্রে। আর তাঁর ছেলের ভূমিকায় অভিনয় করছেন অনুভব কাঞ্জিলাল। ফোটো- টিম গুলদস্তা