Advertisement

টলিউড

Soumitra Chatterjee: সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে ফের ছোট পর্দায় বাজবে 'সানাই'

Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jan 2022,
  • Updated 11:41 AM IST
  • 1/9

আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৭তম জন্মতিথি। কাল সীমানার গণ্ডি পেরিয়ে তিনি অবিস্মরণীয়। তাঁর মৃষ্টির মধ্যেই তিনি চিরকাল সজীব থাকবেন।

  • 2/9

এই কথা মাথায় রেখেই বাংলা চ্যানেল আকাশ ৮ সেই সৃষ্টির অংশ ফের একবার দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছে।

  • 3/9

২০০৭ সালে আকাশ বাংলা চ্যানেলে সানাই ধারাবাহক সম্প্রচার করা হয়। সেই ধারাবাহিকে মুখ্য চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

  • 4/9

সেই ধারাবাহিক আবার ফিরে আসছে ছোট পর্দায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মতিথি উপলক্ষে চ্যানেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে এমনটাই।

  • 5/9

আগামী ২৪ জানুয়ারি সোমবার থেকে প্রতি দিন বিকেল ৫.৩০ মিনিটে ধারাবাহিকটি নতুন করে সম্প্রচার করা হবে।

  • 6/9

ধারাবাহিকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে আদিত্য নারায়ণ চৌধুরীর ভূমিকায় দেখা গিয়েছিল।

  • 7/9

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, ইন্দ্রানী হালদার, সুদীপ মুখোপাধ্যায়, কৌশিক সেন, সুমন্ত মুখোপাধ্যায়, অরুণিমা ঘোষ, অরিন্দম শীল।

  • 8/9

এ ছাড়াও ছিলেন কমলিকা বন্দ্যোপাধ্যায়, কুণাল মিত্র, দোলন রায়, বিপ্লব চট্টোপাধ্যায়, ভারতী দেবী প্রমুখ।

  • 9/9

ধারাবাহিকটির গল্প এবং পরিচালনার দায়িত্ব সামলেছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়।

Advertisement
Advertisement