বর্তমানে খবরের শীর্ষে থাকেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। ৮ জানুয়ারী ৩১ বছর পূর্ণ করলেন তিনি।
জন্মদিনের আগেই অভিনেত্রীর বিশেষ পোস্ট তিনি লিখেছেন, "আজকের জন্য বাঁচো, আগামীকাল পরে আসবে।" আগের দিন রাত থেকেই ফ্যান থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অন্যান্যরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন নুসরতকে।
ব্যক্তিগত জীবন কিংবা রাজনীতি, বিগত কয়েকদিন বারবারই চর্চায় এসেছেন তিনি। নেটাগরিক থেকে সাধারণ মানুষ, অনেকের কটাক্ষের শিকার হয়েছেন বহুবার। তবুও অভিনেত্রী 'কেয়ার নট অ্যাটিটিউডেই' থাকতে পছন্দ করেন।
সম্প্রতি নুসরত জাহান গিয়েছেন রাজস্থানে। গত ২৯ ডিসেম্বর আজমের খাজা গরিব নওয়াজের মাজারে উপস্থিত হয়ে রাষ্ট্র ও দেশের অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য প্রার্থনা করেছেন তিনি। তিনি জানিয়েছেন এই মুহূর্তে তিনি বলিউড এবং হলিউডে পা রাখতে চান না কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি ভাল কাজ করছেন।
যদিও আজমের শরিফে তিনি একা যাননি। সঙ্গে গিয়েছেন অভিনেতা যশ দাসগুপ্ত। দুজনের একসঙ্গে ছবি সোস্যাল পেজে না দিলেও আলাদা আলাদ শেয়ার করেছেন নিজেদের প্রোফাইলে। পুজোর আগে মুক্তিপ্রাপ্ত ছবি 'SOS কলকাতা'-এ একসঙ্গে কাজ করেছিলেন যশ-নুসরত ও মিমি। তাঁর মধ্যে যশ ও নুসরতের বন্ধুত্ব অনেকটাই গভীর হয়েছে বলে শোনা যাচ্ছে। এই নুসরাতের কান পাতলেই শোনা যাচ্ছে তাঁদের সম্পর্কের জল্পনা।
কিছুদিন আগে মৌলবাদীদের আক্রমণের শিকার হয়েছিলেন সাংসদ-অভিনেত্রী। গৌতম বুদ্ধর ছবি এঁকে আরও একবার বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। সাদা ক্যানভাসের উপর গৌতম বুদ্ধর একটি মুখ আঁকা ছিল। তার পাশে নিজের মতো পাতা আঁকছিলেন নুসরত। সেই ভিডিয়ো আপলোড করার পরই বিতর্কের শুরু। ধর্মীয় অনুশাসনের বিষয় নিয়ে নুসরতকে তোপ দাগিয়েছিলেন মৌলবাদীরা।
লাভ জিহাদের প্রসঙ্গেও সরব হয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। তৃণমূলের একটি সাংবাদিক বৈঠক থেকে অভিনেত্রী সাফ জানিয়েছিলেন নির্বাচনের সময় এগিয়ে আসলেই লাভ জিহাদের মত প্রসঙ্গ আনা হয় রাজনীতিতে। ধর্মীয় মেরুকরণের রাজনীতির মাধ্যমে বিভাজন তৈরি করে দেশের কোনও দল এমন চেষ্টা চালাচ্ছে এমন ইঙ্গিতও দেন নুসরত। সেই মন্তব্য নিয়েও কথা উঠেছিল।
এদিকে একুশের দামামা বেজে গেছে। ভোটের প্রচারে ইতিমধ্যে জনসভা শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগে হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ নেতাজি ময়দানের সভায় অমিত শাহকে কটাক্ষ করেছিলেন নুসরত। তিনি বললেন, "মোটা ভাই ফাইভস্টার গ্রামে গিয়েছেন, কী সেট আপ? আমার ফিল্ম সেটিংয়ের সেট আপের থেকেও দারুণ। গতবার এসে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ছিলেন। এবার দলিতদের খুশি করতে গিয়ে বিরসা মুন্ডার বলে যে কোনও একটা স্ট্যাচুতে মালা পরিয়ে দিয়েছেন।"
গত দুর্গাপুজোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নো এন্ট্রি জোনে অঞ্জলি দেওয়ায় আইনি নোটিস পাঠানো হয়েছিল নুসরত জাহান এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে।
২০১৯ সালের জুলাই মাসে বয়ফ্রেন্ড, ব্যবসায়ী নিখিল জৈন সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নুসরত জাহান। নিখিল জৈনের সঙ্গে বিয়ের পর থেকেই হিন্দু ও মুসলিমদের রোষানলে পড়তে হয়েছে তৃণমূলের সাংসদ নুসরত জাহানকে। কলকাতার রথযাত্রায় তাঁর উপস্থিতি থেকে সিঁদুর খেলা ধর্মীয় বিতর্কে জড়ান হয় তাঁর নাম। যদিও এসব নিয়ে বিশেষ চিন্তিত নন বসিরহাটের সাংসদ। যদিও নিখিলের সঙ্গে নুসরাতের বিচ্ছেদের জল্পনা এখন তুঙ্গে।
(ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম)