ভালবাসা কি সত্যি আছে? এই প্রশ্ন অনেকেই তোলেন? আর ঠিক সেই উত্তর নিয়েই আসছে 'গল্পের মায়াজাল'।
বিদুলা ভট্টাচার্যের পরিচালিত ও নীলাঞ্জন দত্তের স্প্ল্যাশ ফিল্মস প্রোডাকশনের ব্যানারে তৈরি হয়েছে এই ছবি।
তবে প্রেমের গল্প কিন্তু রোম্যান্টিক নয়। এও আবার হয়?
আসলে চারটি আলাদা প্রেমের গল্প গাঁথা হয়েছে এক সুতোয়। অসম্পূর্ণ প্রেম! যদিও কারণগুলি ভিন্ন।
তবে প্রতিটি গল্পের শেষে একটি প্রশ্নই আসে। আসলে কি প্রেমের অস্তিত্ব আছে?
'তাসের ঘর', 'মরীচিকা', 'সমাপ্তি', 'একা' - এই চারটি গল্প মিলিয়েই তৈরি হয়েছে 'গল্পের মায়াজাল'।
মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুরাধা মুখোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী, রাজেশ্বর, ইশিকা দে, অদ্রিজা রায়। এরা সকলেই বাংলা টেলিভিশন ও ওয়েব সিরিজের জনপ্রিয় মুখ।
ছবির গল্প লিখেছেন অর্পিতা রায় চৌধুরী, সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন বিকাশ চক্রবর্তী। সঙ্গীত পরিচালনা করেছেন আশু চক্রবর্তী। এছাড়া সম্পাদনা করেছেন প্রশান্ত রায়।
আগামী ২ এপিল মুক্তি পাবে 'গল্পের মায়াজাল'। ছবিটির সঙ্গে অনেকেই নিজেদের জীবন মেলাতে পারবেন এবং সকলের ভাল লাগবে বলেই আশাবাদী ছবির কলা কুশলীরা।