Advertisement

টলিউড

ডাবিং শেষ, মুক্তির অপেক্ষায় আবীর-নুসরতের 'ডিকশনারি'

অদিতি কুন্ডু
  • 11 Dec 2020,
  • Updated 2:18 PM IST
  • 1/10

ডাবিং শেষ। নতুন বছরে জানুয়ারির শেষে মুক্তি পেতে চলেছে আবীর-নুসরত অভিনীত, ব্রাত্য বসু পরিচালিত ছবি 'ডিকশনারি'।

  • 2/10

আবার পর্দায় স্বামী-স্ত্রীর ভূমিকায় আবীর চট্টোপাধ্যায় এবং নুসরত জাহান।

  • 3/10

বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প 'বাবা হওয়া' এবং 'স্বামী হওয়া' নিয়ে 'ডিকশনারি'র কাহিনি।

  • 4/10

প্রায় ১০ বছর পর ছবির পরিচালনায় ফিরলেন ব্রাত্য বসু।

  • 5/10

'বাবা হওয়া' গল্পে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা মোশারফ করিম। এছাড়াও তাঁর সঙ্গে দেখা যাবে পৌলমী বসুকে। কিছুদিন আগেই ছবির ডাবিং করতে কলকাতায় এসেছিলেন করিম।

  • 6/10

'স্বামী হওয়া' গল্পের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নুসরত জাহান, আবীর চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন মধুরিমা বসাক, অর্ণ মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। 

  • 7/10

কলকাতা সহ বোলপুর, শান্তিনিকেতনে শুটিং হয়েছে ছবির বেশির ভাগ অংশের।

  • 8/10

২০২০-র মার্চে শুটিং শুরু হয়েছিল 'ডিকশনারি'র। মাসের শেষে লকডাউনে শুটিং আটকে যায়। আবার আনলক পর্বে শুরু হয় শুটিং। 

  • 9/10

ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত, ফিরদাউসুল হাসান এবং প্রবাল হালদার নিবেদিত এই ছবি দর্শকের মন কাড়বে বলে আশা সকলের।

  • 10/10

সদ্যই শেষ হয়েছে ডাবিং। সব ঠিকঠাক থাকলে নতুন বছর জানুয়ারির শেষে মুক্তি পেতে চলেছে 'ডিকশনারি'।

Advertisement
Advertisement