Advertisement

টলিউড

Byomkesh- Karnasubarna Guptodhon: বড় পর্দায় আসছে ব্যোমকেশ, সোনা দা! দেখুন জোড়া মহরৎ-এর PHOTOS

সৌমিতা চৌধুরী
  • কলকাতা ,
  • 24 Mar 2022,
  • Updated 9:25 AM IST
  • 1/10

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই একে একে সুখবর পাচ্ছেন বাংলা সিনেমাপ্রেমীরা। কিছুদিন আগেই প্রযোজনা সংস্থা এসভিএফ ঘোষণা করেছে আসন্ন দুই ছবি 'ব্যোমকেশ' এবং 'কর্ণসুবর্ণের গুপ্তধন'-এর কথা। বুধবার হয়ে গেল এই দুই ছবির শুভ মহরৎ।  

  • 2/10

প্রযোজনা সংস্থার অফিসেই হয়ে গেল শুভ মহরৎ অনুষ্ঠান। হাজির ছিলেন দুটি ছবির কলাকুশলীরা। ক্ল্যাপস্টিক হাতে সকলেই মেতেছিলেন ফটো সেশনে। শুভ কামনা চেয়ে, নিজেদের সোশ্যাল পেজেও একাধিক ছবি শেয়ার করেছেন তাঁরা। 
 

  • 3/10

ফের বড় পর্দায় আসছে ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশের নতুন সাসপেন্স থ্রিলারের জন্য হাত মিলিয়েছে দুই প্রযোজনা সংস্থা- এসভিএফ ও ক্যামেলিয়া প্রোডাকশনস। অরিন্দম শীলের পরিচালনায় আসছে সত্যান্বেষীর নতুন গল্প। এবার রহস্য উন্মোচন হবে এক খুনের ঘটনার। 
 

  • 4/10

ফের ব্যোমকেশের চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায় এবং সত্যবতীর ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে। ব্যোমকেশের গল্প মানেই সত্যবতীর পাশাপাশি আরও একটি চরিত্র নিয়ে সকলের কৌতূহল থাকে। সত্যান্বেষীর প্রিয় সঙ্গী অজিতের চরিত্রে অভিনয় করবেন সুহত্র মুখোপাধ্যায়।
 

  • 5/10

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি অসম্পূর্ণ গল্প 'বিশুপাল বোধ'-কে বড় পর্দার জন্য অরিন্দম শীল এবং পদ্মনাভ দাশগুপ্ত সম্পূর্ণ করেছেন। নতুন এই ছবির মাধ্যমে, ১৯৭১ সালের বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিস্থিতি ফুটে উঠবে, যেখানে ব্যোমকেশ, খুনের রহস্য উন্মোচন করবেন। সেই সময়ের বাংলায় উত্তাল নকশাল বিদ্রোহের প্রেক্ষাপটে তৈরি হবে সেট। 
 

  • 6/10

এর আগে মুক্তি প্রাপ্ত 'হর হর ব্যোমকেশ', 'ব্যোমকেশ পর্ব' এবং 'ব্যোমকেশ গোত্র'-এর মতো ব্যোমকেশের সব কটি ছবি দর্শকেরা পছন্দ করেছেন। তাই এই ছবি থেকেও সকলের প্রত্যাশা অনেকটাই। সব ঠিক থাকলে আগামী মে মাস থেকেই শ্যুটিং শুরু হবে এই নতুন ব্যোমকেশের।

  • 7/10

ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আসছে 'কর্ণসুবর্ণের গুপ্তধন'। ২০১৮ সালে 'গুপ্তধনের সন্ধানে' ও ২০১৯ সালে 'দুর্গেশগড়ের গুপ্তধন'-এর মাধ্যমে দুই সঙ্গী আবির ও ঝিনুককে নিয়ে সোনা দা দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছিল। দু' বছর পর আবারও গুপ্তধনের সন্ধানে রোমাঞ্চকর যাত্রার জন্য প্রস্তুত এই ত্রয়ী।

  • 8/10

'কর্ণসুবর্ণের গুপ্তধন' ছবিতে আবারও সোনা দা-র ভূমিকায় আবির চট্টোপাধ্যায় এবং ঝিনুক ও আবীরের চরিত্রে ইশা সাহা ও অর্জুন চক্রবর্তী থাকবেন। তবে আগের দুটি ছবির থেকেও, এই ছবিতে দর্শকদের অনেক বেশি মাত্রায় বিস্মিত করার পরিকল্পনা নির্মাতাদের। 

  • 9/10

নাম শুনেই বোঝা যায়, এই ছবিতে থাকবে কর্ণসুবর্ণের এক গৌরবময় অধ্যায়। ইতিহাস, অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চের নিখুঁত মিশেলে তৈরি হবে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। ছবির সঙ্গীত পরিচালনা করবেন বিক্রম ঘোষ। 

  • 10/10

সব ঠিক থাকলে আগামী ২৭ মার্চ থেকে শ্যুটিং শুরু হবে 'কর্ণসুবর্ণের গুপ্তধন'-র।

Advertisement
Advertisement