Advertisement

টলিউড

সৌমিত্র চট্টোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপনে তারকারা...

Aajtak Bangla
  • 16 Nov 2020,
  • Updated 5:39 PM IST
  • 1/12

'সাঁঝবাতি'র একটি ছবি শেয়ার করে দেব লিখেছেন, 'তুমি যেখানেই থেকো ভাল থেকো, তোমাকে খুব মিস করবো ছানা দাদু।' (ছবি: দেব / ইনস্টাগ্রাম)

  • 2/12

টোটা রায়চৌধুরী লিখেছেন, 'আমার ধ্রুবতারা... আজীবন আমার মানসপটে জাজ্বল্যমান হয়ে থাকবেন। সহস্র নমন।' (ছবি: টোটা রায়চৌধুরী / টুইটার)

  • 3/12

অর্পিতা চ্যাটার্জি লিখেছেন, 'শুটিং সেটে রিহার্সাল দেওয়ার সময়ের ছবি। ওনার সঙ্গে প্রতিটা সেকেন্ডেই সমৃদ্ধ হয়েছি। বাংলা ও বিশ্ব চলচ্চিত্রের এক উত্তরাধিকার চলে গেলেন। এই ফাঁকা জায়গা কেউ কখনও পূরণ করতে পারবে না।' (ছবি: অর্পিতা চ্যাটার্জি / ইনস্টাগ্রাম)

  • 4/12

অভিনেতা রুদ্রনীল ঘোষ একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'বিদায় নিলেন বাংলা সিনেমার আভিজাত্য। আমরা হারালাম পথ প্রদর্শক, দর্শক হারালেন আপনজন... টলিউড হারালো শিক্ষক। চির নিদ্রায় স্যার সৌমিত্র চট্টোপাধ্যায়। ভাল থেকো জেঠু।' (ছবি: রুদ্রনীল ঘোষ / ফেসবুক)

  • 5/12

'দাদাগিরি'র সেটের একটি ছবি শেয়ার করে সৌরভ গাঙ্গুলি লিখেছেন, 'শান্তিতে থাকুন... অনেকটা ভালবাসি....।' (ছবি: সৌরভ গাঙ্গুলি / ইনস্টাগ্রাম)

  • 6/12

নিজের ইনস্টাগ্রাম পেজে যীশু সেনগুপ্ত লিখেছেন, 'ভাল থেকো জেঠু...।' (ছবি: যীশু সেনগুপ্ত / ইনস্টাগ্রাম)

  • 7/12

ঋতুপর্ণা সেনগুপ্ত ছবি শেয়ার করে লিখেছেন, 'এমন একজন শিল্পী যাঁর সঙ্গে কাজ করার জন্য আমি ভাগ্যবান। কঠোর বাস্তব যে, সৌমিত্র জেঠু আমাদের মধ্যে আর নেই। আমরা আজ কী হারিয়েছি তা কথায় ব্যাখ্যা করা যাবে না। তোমায় চিরকাল মিস করবো জেঠু।' (ছবি: ঋতুপর্ণা সেনগুপ্ত / ফেসবুক)

  • 8/12

নিজের জীবনের উদয়ন মাস্টারকে হারালেন পরমব্রত চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই পরমব্রত পরিচালিত ছবি 'অভিযান'-ছবির সেটের একটি ছবি। (ছবি: পরমব্রত চট্টোপাধ্যায় / ফেসবুক)

  • 9/12

মীর লিখেছেন, 'দিনের শেষে অপুর দেশে... ভালো থাকবেন মাস্টার মশাই।' (ছবি: মীর / ফেসবুক)

  • 10/12

'ময়ূরাক্ষী' সিনেমার একটি ছবি শেয়ার করে সুদীপ্তা চক্রবর্তী লিখেছেন, 'মেঘের ওপর জানলা টা আঁকা থাক জ্যেঠু। মন কেমন করলে ওখানে গিয়ে বসবো। যদি দেখতে পাই তোমায়... একবার.....' (ছবি: সুদীপ্তা চক্রবর্তী / ফেসবুক)

  • 11/12

স্বপ্ন অধরা থেকে গেল পরিচালক রাজ চক্রবর্তীর। তিনি লিখেছেন, 'আজীবন আক্ষেপ থেকে যাবে যে, একসঙ্গে কাজ করা হল না। ভালো থেকো তুমি।' (ছবি: রাজ চক্রবর্তী / ফেসবুক)

  • 12/12

অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছেন, 'হয়তো তোমার জন্যই...।' (ছবি: শ্রীলেখা মিত্র / ফেসবুক)

Advertisement
Advertisement