গাঁটছড়া বাঁধলেন সেলেব জুটি গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)
অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চার হাত এক হল তাঁদের। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)
বৈদিক রীতিতেই সব নিয়ম কানুন মেনে বিয়ে সম্পন্ন হয়েছে 'রবলিনা'-র। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)
দেবলীনার বরাবরের ইচ্ছে ছিল কন্যা সম্প্রদান ছাড়াই বিয়ে করবেন এবং তাতেই সম্মতি জানিয়েছেন বাবা দেবাশীষ কুমার ও মা দেবযানী কুমার। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)
দেবলীনা গৌরবের বিয়ে দিয়েছেন নচিকেতা চক্রবর্তী। এর আগে অনেক বিয়ে দিয়েছেন তিনি। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)
সব রীতি - রেওয়াজ মেনেই হয়েছে শুভদৃষ্টি, মালা বদল, সাত পাকে ঘোরা, সিঁদুর দান। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)
ট্র্যাডিশনাল লাল বেনারসি ও সোনার গয়নায় সেজেছিলেন দেবলীনা। অন্যদিকে সাদা ও সোনালী কম্বিনেশনের ধুতি পরেছিলেন মহানায়ক উত্তম কুমারের নাতি গৌরব। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)
বিয়ের বেনারসি পরার আগে কনে দেবলীনা পরেছিলেন লাল রঙের 'ব্রাইড' লেখা এই জ্যাকেটটি। নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছিলেন সেই ছবি। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)
অন্যদিকে নিজেদের তিন বছরের সম্পর্ক পরিণতি পাওয়ার পর গৌরব তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গাড়িতে 'জাস্ট ম্যারেড' লেখা ছবিটি। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)
বিয়ে বাড়িতে উপস্থিত ছিলেন অনেক তারকাও। ডিজাইনার অভিষেক রায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নব দম্পতির সঙ্গে এই ছবিটি শেয়ার করেছেন। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)
স্ত্রী দেবলীনা ও মেয়ে আদ্যাকে নিয়ে বিয়ে বাড়ি পৌঁছেছিলেন সঙ্গীতশিল্পী অনীক ধর। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)
হিন্দু বিয়ের আচার অনুযায়ী সকাল থেকেই বাড়িতে চলেছে অনুষ্ঠান। হলুদ শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরেছিলেন দেবলীনা। হাতে ছিল শাঁখা পলা, মাথায় মুকুট। বিয়ের জল গায়ে পড়তেই তাঁর মুখে যেন ফুটে উঠেছিল সেই লাবণ্য। (ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)
গঙ্গাবরণ, জল সইতে যাওয়া, দধিমঙ্গল, বিদ্ধি, গায়ে হলুদ সবই চলছে একে একে। যেগুলি করেছেন কুমার পরিবারের জগদ্ধাত্রী মন্দিরের পুরোহিত মশাই। (ছবি সৌজন্য: ফেসবুক)