Advertisement

মনোরঞ্জন

FIR-এর প্রিমিয়ারে কলাকুশলী সহ ইন্ডাস্ট্রির অন্যান্য তারকারা! দেখুন PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Oct 2021,
  • Updated 2:55 PM IST
  • 1/6

অন্যান্য প্ল্যানের সঙ্গে পুজোয় ছবি রিলিজ (Movies Releasing on Durga Puja) একটা ট্রেন্ড। এই দুর্গাপুজোয় মুক্তি পাওয়া একগুচ্ছ ছবির মধ্যে 'এফআইআর' একটি। আগামী ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। তাঁর আগে শুক্রবার হয়ে গেল ছবির প্রিমিয়ার। 

  • 2/6

প্রিমিয়ার অনুষ্ঠানে হাজির ছিলেন ছবি কলাকুশলী সহ ইন্ডাস্ট্রির অন্যান্য তারকারা।  জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ক্রাইমধর্মী ছবি 'এফআইআর' -এ রয়েছেন অঙ্কুশ হাজরা, ঋতাভরী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, বনি সেনগুপ্ত, ফালাক রশিদ রায়, শান্তিলাল মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও অন্যান্যরা।

  • 3/6

একেবারে নয়া অবতারে দর্শকদের সামনে ধরা দেবেন অভিনেতা অঙ্কুশ হাজরা।  লালবাজার স্পেশাল ব্রাঞ্চের পুলিশ অফিসার অভ্রজিৎ দত্তের চরিত্রে দেখা যাবে তাঁকে। বনি সেনগুপ্তকেও এই ছবিতে দেখা যাচ্ছে পুলিশ অফিসারের ভূমিকায়।  
 

  • 4/6

একজন চিকিৎসকের চরিত্রে ও অভিনয় করছে ঋতাভরী চক্রবর্তী। পর্দায় পোস্টমর্টেম করতে দেখা যাবে তাঁকে। ঋতাভরীর বোনের চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। পানশালার ডান্সারের চরিত্রে অভিনয় করেছেন ফালাক রশিদ রায়।

  • 5/6

রঘুনাথ গ্রামে তিন দিনের মধ্যে ঘটে যায় দুটি খুনের ঘটনা। সেই এলাকার রাজনীতি, দুর্নীতি এবং সেই আঁধার থেকে আলোর দিশা দেখানো নিয়ে ছবির গল্প এগোয়। 

  • 6/6

এই ছবিতে অভিনয় করার জন্য সুদীপ্তা চক্রবর্তীর কাছে ওয়ার্কশপ করেছেন অঙ্কুশ ও ফালাক। প্রিমিয়ার অনুষ্ঠানে হাজির ছিলেন তিনিও। 

Advertisement
Advertisement