Advertisement

টলিউড

Iman-Nilanjan Anniversary: "আমি জানতাম লোকটাকে হাতছাড়া করা যাবে না"! বিয়ের ১ বছর পূর্তিতে নীলাঞ্জনকে খোলা চিঠি ইমনের

Aajtak Bangla
  • 02 Feb 2022,
  • Updated 10:44 AM IST
  • 1/12

২০২১ সালের ২ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী ও সুরকার নীলাঞ্জন ঘোষ। সমস্ত আচার- নিয়মকানুন মেনেই হয়েছিল বিয়ের সমস্ত অনুষ্ঠান।
 

  • 2/12

এবছর ইমন -নীলাঞ্জনের বিয়ের এক বছর পূর্তি। আর বিশেষ দিন উপলক্ষে দু'জনে বেড়াতে গিয়েছেন লাল মাটির দেশ পুরুলিয়ায়। সোশ্যাল পেজে সে ছবিও শেয়ার করেছেন তাঁরা। 
 

  • 3/12

এদিন বিয়ের ছবি শেয়ার করে, নীলাঞ্জনের জন্য একটি আবেগপ্রবণ খোলা চিঠি লিখেছেন ইমন। প্রথম আলাপ থেকে প্রেমে পড়া এবং এরপর ধীরে ধীরে সম্পর্কের পরিণতি, সবটাই বর্ণনা রয়েছে সে চিঠিতে। শুধু তাই না, বর কীভাবে তাঁকে আগলে রেখেছেন, যত্ন করেছেন তাও লিখেছেন গায়িকা। 

  • 4/12

২০১৯ সালে প্রথম দেখা হয়েছিল এই তারকা জুটির। যদিও তখন নীলাঞ্জনের থেকে 'পাত্তা' পাননি ইমন। এরপর নিয়তির লিখনে আরও বেশ কিছুবার দেখা হতেই, ইমন বুঝে গিয়েছিলেন নীলাঞ্জনই তাঁর 'মনের মানুষ'। তাই "লোকটাকে হাতছাড়া করা যাবে না।"    

  • 5/12

"সম্পূর্ণ আলাদা স্বভাবের দুটো মানুষ একসাথে পথ চলা শুরু করল..." কীভাবে? তা নিজের ফ্যানেদের সঙ্গে শেয়ার করেছেন ইমন চক্রবর্তী। খোলা চিঠির শেষে অবশ্য স্বামীর কাছে, ক্যান্ডেল লাইট ডিনারের আবতারও করেছেন গায়িকা। 

 

  • 6/12

'নীলামন'-এর বিয়ের আসর বসেছিল হাওড়ার বালি বাগিচা রাজবাড়িতে। তবে খুব একটা আড়ম্বর মোটেই চাইছিলেন না তাঁরা। তাই একদিনেই আত্মীয়- পরিজনদের নিয়ে হয়েছিল তাঁদের 'ম্যারেজ রিসেপশন'। ইমনের বিয়েতে এদিন উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক কলাকুশলী।   

  • 7/12

ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের ডিজাইন করা লাল বেনারসি পরে সাবেকি ভাবেই সেজেছিলেন ইমন। মেকআপ করেছিলেন অভিজিৎ চন্দ।  
 

  • 8/12

গত বছর সামাজিক বিয়ের আগে, ৩১ জানুয়ারি আইনি বিয়ের সঙ্গে, রীতিমতো মালাবদল করে একপ্রস্ত বিয়ে করেছিলেন 'নীলামন।' 

  • 9/12

তার আগে ২০২০ সালের দুর্গাপুজোর তৃতীয়ার বিশেষ তিথিতে বাগদান হয়েছিল এই জুটির। বলা যায়, আংটি বদল করে প্রাথমিক পর্বটা সেদিনই সেরেই রেখেছিলেন তাঁরা। 
 

  • 10/12

কর্মক্ষেত্রেও একসঙ্গে একগুচ্ছ চমক দিয়েছেন 'নীলামন'। নীলাঞ্জনের সুরে, ইমনের কণ্ঠে একাধিক গান শুনতে পেয়েছেন শ্রোতারা। যে কাজগুলি যথেষ্ট প্রশংসিত হয়েছে।  

  • 11/12

সঙ্গীতের কেরিয়ারের মাঝেই মিলে গিয়েছে দু'জনের সুর, তাল, লয়। তাই জীবনের সঙ্গীতটাও একইসঙ্গে দারুণ ছন্দে গাইছেন ইমন-নীলাঞ্জন। 

  • 12/12

ছবি সৌজন্য:  ফেসবুক
 

Advertisement
Advertisement