বাঙালির বারো মাসে তের পার্বণ। আর তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ উৎসব হল জামাই ষষ্ঠী (Jamai Shasthi)। প্রায় প্রতিটি বাড়িতেই এই উৎসবে সামিল হন সকলে। জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন মূলত। আর তারকা জামাইরাই বা বাদ যায় কেন? শ্যুটিংয়ের জন্য নীল ভট্টাচার্য ও তৃণা সাহা দু'দিন আগেই উদযাপন করেছেন প্রি-জামাই ষষ্ঠী।
মহানায়ক উত্তমকুমারের নাতি-অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী তথা নৃত্যশিল্পী দেবলীনা কুমারের প্রথম জামাই ষষ্ঠী এই বছর। তাঁদের দেখা গেল বিশেষ উদযাপনে মাততে।
সঙ্গীতশিল্পী জুটি ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষের জামাই ষষ্ঠী উদযাপন দু'বেলা দুই রকমের। দুপুর থেকে বাবার কাছে আদর যত্ন পেয়ে, সন্ধ্যা থেকে মাসির বাড়িতেই জামাই ষষ্ঠী পালন হয়েছে ইমনের।
এই বছর প্রথম জামাই ষষ্ঠী আরও এক তারকা জুটির। ত্বরিতা চট্টোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের বিশেষ দিন উদযাপন হল সম্পূর্ণ সাবেকি রীতিতে।
প্রথম জামাই ষষ্ঠীতে ওম সাহানি ও মিমি দত্ত দুজনের বিশেষ দিন উদযাপনের ঝলকও মিলেছে। অবাঙালি জামাইকে সমস্ত নিয়ম মেনে আদর-যত্নে ভরিয়ে দিয়েছেন শাশুড়ি মা।
অভিনেতা অর্জুন চক্রবর্তী ও তাঁর স্ত্রী সৃজা সেন সোশ্যাল পেজে শেয়ার করেছিলেন তাঁদের জামাই ষষ্ঠীর বিশেষ কিছু মুহূর্ত।
অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের মা কয়েকদিন আগেই কোভিডে প্রাণ হারিয়েছেন। কিন্তু তাঁর সবচেয়ে প্রিয় অনুষ্ঠান ছিল জামাই ষষ্ঠী। তাই তাঁর শখ পূরণেই ঘরোয়া ভাবে আয়োজিত হল গৌরব চক্রবর্তীর জন্য এবারের জামাই ষষ্ঠী।
সঙ্গীতশিল্পী অনীক ধর তাঁর সোশ্যাল পেজে শেয়ার করেছিলেন শাশুড়ি মায়ের সঙ্গে ছবি। রীতিনীতি মেনে তাঁর জন্যেই আয়োজিত হয়েছিল জামাই ষষ্ঠী।