Advertisement

মনোরঞ্জন

Jisshu Sengupta: এবার পরিচালনায় যিশু! পুজোর আগেই বড় চমক অভিনেতার

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Aug 2025,
  • Updated 11:49 AM IST
  • 1/10

চলতি বছরের বাংলা নববর্ষে সুখবর দিয়েছিলেন যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস। একসঙ্গে নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন তাঁরা।

  • 2/10

প্রযোজনা সংস্থার নাম 'হোয়াই সো সিরিয়াস ফিল্মস' (Why So Serious Films)। সকলেই অপেক্ষায় ছিলেন দুই অভিনেতা মিলে কী কী চমক দেবেন সকলকে। 

  • 3/10

দুর্গাপুজোর গান নিয়ে আসছে যিশু-সৌরভ দাসের প্রযোজনা সংস্থা। সেখানে পরিচালকের আসনে বসছেন যিশু সেনগুপ্ত। অভিনেতা, প্রযোজক রূপে তাঁকে চেনেন সকলে। এই প্রথম পরিচালনা করছেন তিনি।

  • 4/10

 ইন্দ্রদীপ দাসগুপ্তের সুরে, অন্তরা মিত্রর কন্ঠে শোনা যাবে 'দুগ্গা মা এসেছে'। গানটির কথা লিখেছেন প্রসূন। 

  • 5/10

 এই গানে প্রধান মুখ হিসাবে রয়েছেন অভিনেত্রী দর্শনা বণিক। ইতিমধ্যে গানের শ্যুটিং শেষ। প্রকাশ্যে এসেছে দর্শনার প্রথম লুক। বনেদি বাড়ির দুর্গাপুজোর আবহে লাল শাড়ি- সোনার গয়নায় সেজেছেন নায়িকা। 

  • 6/10

গানটি বানানো হয়েছে দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির জন্য। পুজোর সময় এই গানটি দারুণ জনপ্রিয়তা পাবে বলেই বিশ্বাস নির্মাতাদের।  

  • 7/10

যিশু সেনগুপ্ত জানান, "পুজো আমাদের কাছে রিইউনিয়নের মতো। গোটা পাড়াটাই যেন একটা পরিবারের মতো হয়ে ওঠে৷ বন্ধুত্ব, প্রেম, খুনসুটি সব রকমের আবেগ মিলেমিশে যায় উৎসবকে কেন্দ্র করে। এই মিউজিক ভিডিওর মাধ্যেমে সেরকম একটা গল্প বলতে চেয়েছি।" 

  • 8/10

সৌরভ দাস জানান, "আমাদের প্রোডাকশন হাউস থেকে ভাল ছবি, ভাল গান, ভাল ওয়েব সিরিজ বানানো হবে। শুধু ছবি নয়, এন্টারটেইনমেন্টের সমস্ত ধরনের প্রজেক্ট আমরা বানাবো। দর্শকদের কাছে ভাল প্রজেক্ট উপহার দেবো। আরও অনেক প্রস্তুতি চলছে, সেগুলো ক্রমশ প্রকাশ্য। আশা করছি পুজোর এই গান সবার ভাল লাগবে।" 

  • 9/10

সেলিব্রিটি ক্রিকেট লিগের বেঙ্গল টাইগার গ্রুপের অধিনায়ক যিশু। এই দলেই খেলেন সৌরভও। ক্রিকেট খেলার মাঠেই দু'জনের বন্ডিং ভাল হয়। এরপরই নতুন প্রোজেক্ট নিয়ে, একসঙ্গে নতুন জার্নি শুরু করার পরিকল্পনা নেন দু'জনে।
 

  • 10/10

সব ছবি: সংগৃহীত 

Advertisement
Advertisement