কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ধীরে ধীরে ছন্দে ফিরছে ইন্ডাস্ট্রি। একের পর এক ছবির ঘোষণা হচ্ছে। হিন্দি বায়োপিক 'ম্যায় মুলায়েম ' এবং 'চেজ নো মার্সি টু ক্রাইম' -র পর এবার পরবর্তী ছবির ঘোষণা করলেন মীনা শেঠি মণ্ডল এবং এমএস ফিল্মস অ্যান্ড প্রোডাকশনস। ইতিমধ্যে সামনে এসেছে ছবির লুক। সাসপেন্স -থ্রিলারধর্মী ছবি '৬০ এর পর' (60 Er Por)- র পরিচালনা করবেন নবাগত পরিচালক সৌভিক দে।
'৬০ এর পর' ছবিতে রয়েছেন একগুচ্ছ চেনা মুখ। অভিনয় করছেন, জয় সেনগুপ্ত, অনিন্দ্য পুলক ব্যানার্জি, অমিথ শেঠি, রূপঞ্জনা মিত্র, জয় বদলানি, পূণ্য দর্শন সহ আরও অনেকে। এই মুহূর্তে চলছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ।
একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই ছবির পরতে পরতে রয়েছে রহস্য। পরিবারের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেও এক দম্পতি, তাঁদের ছোট্ট সংসারে সুখী। এক রাতে হঠাৎ স্ত্রীয়ের প্রসব ব্যথা ওঠায়, তাঁরা হাসপাতালে ছুটে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত শিশুটি জন্মের সময় মারা যায়। এই আঘাত সহ্য করতে না পেরে স্ত্রী, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
ঘটনার তিন বছর পর, শহরে ধারাবাহিক খুনের ঘটনা ঘটতে থাকে। এই রহস্যময় মৃত্যুর সমাধানের প্রচেষ্টায়, পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়।
অবিরাম হতাশাজনক পরিস্থিতিতে পুলিশ কমিশনার এক গোয়েন্দাকে নিয়োগ করেন। ধীরে ধীরে রহস্য আরও দানা বাঁধতে থাকে।
শেষ পর্যন্ত, সামনে আসে এক মর্মান্তিক সত্যি। এইভাবেই এগোয় ছবির গল্প।