Advertisement

টলিউড

tollywood star kids: বলিউড থেকে কোনও অংশে কম নন টলিউডের এই স্টারকিডরা, ছবিতে চিনে নিন

Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jan 2023,
  • Updated 8:44 PM IST
  • 1/10

বলিউডের মতো টলিউডের স্টার কিডরাও বেশ জনপ্রিয়। এঁদের মধ্যে কেউ কেউ অভিনয় করছেন আবার কেউ কেউ খুবই ছোট। তবে জনপ্রিয়তার দিক থেকে তাঁরা কোনও অংশে কম নন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কোন কোন তারকাদের সন্তানের উপর ছেলেবেলা থেকেই স্পটলাইট রয়েছে? জেনে নেওয়া যাক। 
 

  • 2/10

টলিউড কুইন কোয়েল মল্লিক এবং নিসপাল সিং রানের পুত্র কবীর ছোট থেকেই স্পটলাইটে। বর্তমানে স্কুলে যাওয়া শুরু করেছে সে। গত বছরের দুর্গাপুজোয় মল্লিক বাড়িতে তাকেও আনন্দ করতে দেখা যায়। 
 

  • 3/10

বলিউডের তৈমুর থাকলে, টলিউডের আছে ইউভান। ছেলেবেলা থেকেই পাপারাৎজিদের ক্যামেরা ঘোরাফেরা করে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভানের আশেপাশে। ছোট থেকেই তারকা সে। বর্তমানে স্কুলে যাচ্ছে ইউভানও।

  • 4/10

টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। অর্পিতা এবং প্রসেনজিতের ছেলে তৃষাণজিতের উপরে ছোট থেকেই স্পটলাইট ছিল। প্রেরণা চট্টোপাধ্যায় নামের এক কন্যাও রয়েছে প্রসেনজিতের। দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহ ঠাকুরতার সন্তান তিনি।
 

  • 5/10

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান মা-বাবার মতোই টলিউডে চুটিয়ে অভিনয় করছেন। রসগোল্লা, লক্ষ্মী ছেলে সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত। 

  • 6/10

টলিউডের জনপ্রিয় অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ের ছেলে ঋতব্রত বাবার মতোই অভিনেতা। সিনেমা-নাটক সব জায়গাতেই অভিনয় করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করার চেষ্টা করছেন তিনি। 

  • 7/10

অভিনেতা কৌশিক সেন ও রেশমি সেনের পুত্র ঋদ্ধি এখন টলিউডে বেশ জনপ্রিয় একটা নাম। সিনেমার পাশাপাশি ঋদ্ধি নিয়মিত নাচকও করে থাকেন। 

  • 8/10

যীশু এবং নীলাঞ্জনা সেনগুপ্তর দুই সন্তান। সারা এবং জারা সেনগুপ্ত। দুই কন্যেই কিন্তু 'পাপা কি পরী'। তাঁরাও বরাবরই লাইমলাইটে। ইতিমধ্যেই সারা উমা সিনেমায় কাজ করে ফেলেছেন। 

  • 9/10

বাংলা ইন্ডাস্ট্রির আরও এক সুপারস্টার জিতের কন্যা নাভান্যা মদনানিও ছোট থেকেই স্পটলাইটে। মাঝেমধ্যে বাবা-মায়ের সঙ্গে তাঁকেও দেখা যায়।
 

  • 10/10

শ্রাবন্তী ও পরিচালক রাজীব বিশ্বাসের ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়। অভিমন্যু লাইমলাইট থেকে দূরেই থাকতে পছন্দ করেন। নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত তিনি। 
 

Advertisement
Advertisement