Advertisement

টলিউড

Subho Bijoya: সাবেকি লুকে দুর্গাপুজোর সাজে কৌশিক-চূর্ণী, বনি -কৌশানী! আসছে 'শুভ বিজয়া'

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Jul 2022,
  • Updated 11:06 PM IST
  • 1/11

কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ছবির টিজার পোস্টার, এবার সামনে এলো সব চরিত্রের প্রথম লুক। কথা হচ্ছে নতুন বাংলা ছবি 'শুভ বিজয়া'-র। রোহন সেনের পরিচালিত এই ছবির মাধ্যমেই, এবার বড় পর্দায় দুর্গাপুজোর স্বাদ পাবেন দর্শকেরা। 
 

  • 2/11

ফের পর্দাতে জুটি বাঁধতে চলেছেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। তবে প্রথমবার কোনও পারিবারিক ছবিতে একসঙ্গে কাজ করবেন তাঁরা। ছবিতে রয়েছে আরও এক বড় চমক, রিল লাইফ দম্পতি হিসাবে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়কে।

  • 3/11

ফের পর্দাতে জুটি বাঁধতে চলেছেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। তবে প্রথমবার কোনও পারিবারিক ছবিতে একসঙ্গে কাজ করবেন তাঁরা। ছবিতে রয়েছে আরও এক বড় চমক, রিল লাইফ দম্পতি হিসাবে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়কে।

  • 4/11

এই ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন দেবতনু, খরাজ মুখোপাধ্যায়, মানসী সিনহা, অমৃতা দে সহ আরও অনেকে। 
 

  • 5/11

উত্তর কলকাতার এক পারিবারিক গল্প 'শুভ বিজয়া'। নাম শুনেই বোঝা যাচ্ছে, ছবি থেকে দর্শকেরা পাবেন বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর স্বাদ। মূলত এক বনেদি পরিবারকে ঘিরে আবর্তিত হবে ছবির গল্প। 
 

  • 6/11

সময়ের সঙ্গে সঙ্গে, যৌথ পরিবার ভেঙে ছোট হতে থাকে। একটি ঘটনায় বিচ্ছিন্ন পরিবারের এই সদস্যরা সেই বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়। সম্পর্কগুলির সমীকরণ বদলাতে শুরু করে। এরপরে যা ঘটে, সেখান থেকেই গল্পের নতুন মোড় আসে। 

  • 7/11

অমর্ত্য ও বিজয়া বনেদি পরিবারের প্রধান দুই স্তম্ভ। এদিকে শক্ত করে পরিবারটি ধরে রেখেছে এই দম্পতির বড় ছেলে ও পুত্রবধূ আদিত্য- উমা। 

  • 8/11

অমর্ত্য ও বিজয়া চরিত্রে অভিনয় করছেন কৌশিক ও চূর্ণী। অন্যদিকে আদিত্য- উমা চরিত্রে রয়েছেন বনি ও কৌশানি। প্রথমবার এই জুটিকে দেখা যাবে একেবারে ভিন্ন অবতারে।

  • 9/11

 ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র 'অখিলেশ' (খরাজ মুখার্জি), অমর্ত্যের ভাই। অরতি (মানসী সিনহা), অখিলেশের স্ত্রী।
 

  • 10/11

পরিবারের ছোট ছেলে অহনের চরিত্রে রয়েছেন দেবতনু। অন্যদিকে  অমৃতা দে অভিনয় করছেন অদিতির ভূমিকায়। যে, আদিত্য ও অহনের দিদি এবং এই বনেদি পরিবারের বড় মেয়ে। 
 

  • 11/11

'শুভ বিজয়া'-র সঙ্গীত পরিচালনা করছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, স্যাভি ও রণজয় ভট্টাচার্য। নেপথ্য সঙ্গীত নির্মাণের দায়িত্বে রয়েছেন স্যাভি। এছাড়া সিনেমাটোগ্রাফি করবেন শৌভিক বসু। 

Advertisement
Advertisement