Advertisement

টলিউড

Kuler Achaar: শুরু হচ্ছে 'কুলের আচার'-র শ্যুটিং! প্রকাশ্যে মধুমিতা-বিক্রমের জুটিতে প্রথম ছবির লুক

সৌমিতা চৌধুরী
  • কলকাতা ,
  • 17 Feb 2022,
  • Updated 8:27 AM IST
  • 1/14

গত বছরের শেষে জানা যায় এসভিএফ-এর সৌজন্যে দর্শকেরা চাখতে পারবেন 'কুলের আচার'। শুনে অবাক হচ্ছে না? আসলে এক নতুন ছবির ঘোষণা করে প্রযোজনা সংস্থা। ছবির নাম 'কুলের আচার'।
 

  • 2/14

জানুয়ারিতে কলাকুশলীদের নিয়ে সম্পন্ন হয় ছবির শুভ মহরৎ। মজার এই ফ্যামিলি ড্রামা আসছে সুদীপ দাসের পরিচালনায়। ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন মধুমিতা সরকার ও বিক্রম চট্টোপাধ্যায়। এবার সামনে এল ছবির ক্যারেক্টার লুক।  

  • 3/14

নামের মতো, ছবিতে রয়েছে একাধিক চমক। এই ছবির মাধ্যমেই দীর্ঘ পাঁচ বছর পর, বড় পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ছোট পর্দার সকলের প্রিয় 'শ্রীময়ী'। এছাড়াও রয়েছেন নীল মুখোপাধ্যায়। 

  • 4/14

মিঠি চরিত্রে অভিনয় করছেন মধুমিতা সরকার। বিবাহিত মিঠি, ভারতীয় পোশাকেই স্বাচ্ছন্দ্য। বিভিন্ন শেডের শাড়ি, কুর্তি, স্যুট, সালোয়ার রয়েছে তার পছন্দের তালিকায়। 

  • 5/14

বিক্রম চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম প্রীতম। মিঠির স্বামী প্রীতম, খুব হাসি খুশি থাকতে পছন্দ করে। হালকা চাপদাড়ি, ক্যাসুয়াল পোশাকই তার স্টাইল স্টেটমেন্ট। রোজকার লুকে যেমন তাকে দেখা যায় শার্ট, পোলো টি-শার্ট, জগার্সে। অফিসে যাওয়ার সময়, শার্ট- ট্রাউজারে প্রীতম থাকে ফর্মাল লুকে।

  • 6/14

মিঠির শাশুড়ি, মিতালির চরিত্রে দেখা যাবে ইন্দ্রাণী হালদারকে। মধ্যবয়সী মহিলা মিতালি, প্রিন্টেড হালকা শাড়ি পরেন সাধারণত। সেই সঙ্গে কপালে থাকে ছোট টিপ। 

  • 7/14

নীল মুখোপাধ্যায় অভিনয় করছেন মিঠির শ্বশুর প্রণোতোষের চরিত্রে। চশমা পরা এক মধ্যবয়সী ব্যক্তি প্রণোতোষে, শার্ট, ট্রাউজার, পোলো টি-শার্ট, কুর্তা -পাজামা সবই পরেন। 

  • 8/14

'পদবী' মানব জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে বহু মহিলারাই বিয়ের পর পদবী বদল করতে নারাজ। আর এটাই মূল বিষয়বস্তু এই ছবিরও। 

  • 9/14

এক মধ্যবিত্ত পরিবারের গল্প 'কুলের আচার'। যেখানে মিঠির সঙ্গে বিয়ে হয়, প্রীতমের। স্ত্রীকে যথেষ্ট সাপোর্ট করে সে। এদিকে বিয়ের পর মিঠি বেঁকে বসে, কিছুতেই পদবী বদলাবে না সে। 

  • 10/14

মিঠির শাশুড়ি অত্যন্ত যত্নশীল তার পরিবারের প্রতি। কিন্তু বউমার সিদ্ধান্তে তার ঘোর আপত্তি।

  • 11/14

শ্বশুর মশাইও খুব কঠোর মানুষ। পরিবারের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনিই নেন।

  • 12/14

পুত্রবধূ বিয়ের আগের পদবী রাখতে চায় এবং তার ছেলে এই বিষয় তাকে সমর্থন করছে জেনে তিনি অত্যন্ত বিরক্ত। এই নিয়ে ঘটতে থাকে নানা মজার ঘটনা। 

  • 13/14

ছবি পরিচালনার পাশাপাশি আরও একটি গুরু দায়িত্বে রয়েছেন সুদীপ দাস। 'কুলের আচার'-র গল্প লিখেছেন তিনি। এছাড়াও, পরিচালক মৈনাক ভৌমিক রয়েছেন ছবির ক্রিয়েটিভ ডিরেকশনে। ছবির সঙ্গীত পরিচালনা করছে 'প্রসেন এর দল বল'। 
 

  • 14/14

নারীকেন্দ্রিক ছবি হলেও, 'কুলের আচার'-এ দর্শকরা পাবেন আদর্শ পারিবারিক বন্ধন, স্নেহ ও ভালোবাসার ফ্লেবার। ১৭ ফ্রেবুয়ারি থেকে শুরু হচ্ছে ছবির শ্যুটিং। সব ঠিক থাকলে এবছরই মুক্তি পাবে এই ছবি।    

Advertisement
Advertisement