গত ২৬ মে, ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) তাণ্ডবে কার্যত লণ্ডভণ্ড ওড়িশা ও পশ্চিমবঙ্গের একাধিক জায়গা। প্লাবিত হয়েছে বহু গ্রাম। যার ফলে ভিটে ছাড়া হয়েছেন গ্রামবাসী। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ইয়াসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন সাংসদ- অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।
এদিন ইয়াস পরবর্তী পরিস্থিতি সামলাতে নিজের সংসদীয় কেন্দ্রের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন মিমি। সেখানে একাধিক ত্রাণশিবিরে প্রচুর মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। সেই সমস্তই ঘুরে দেখলেন সেখানকার সাংসদ।
শুধু তাই নয়, ত্রাণ শিবিরে গিয়ে ঘূর্ণিঝড় ইয়াসের জন্য দুর্গতদের সঙ্গে নিজেই কথা বলে তাঁদের সমস্যার কথা শুনলেন নায়িকা।
মিমি চক্রবর্তীকে ত্রাণ শিবিরে গিয়ে সেই সমস্ত অসহায় মানুষদের খাওয়া দাওয়ার তদারকিও করতে দেখা গেছে।
আগামী দিনের কর্মসূচি নিয়ে বারুইপুর ব্লকের আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক মিটিংও এদিনই সারলেন সাংসদ- তারকা।
নিজের সোশ্যাল পেজে তিনি লিখেছেন, "ঘূর্ণিঝড় ইয়াস এর পরবর্তী অবস্থায় আগামী দিনের কর্মসূচি নিয়ে প্রশাসনিক মিটিং ও ক্ষতিগ্রস্ত এলাকার রিলিফ সেন্টার পরিদর্শন করে ত্রাণের ব্যবস্থা ... এই লড়াইয়ে আমরা সবাই ও আমাদের দল আপনাদের সাথে আছি"
ইয়াস আছড়ে পড়ার আগে সকলকে সচেতন বার্তা দিয়েছিলেন তিনি। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, "সতর্ক থাকুন ও সাবধানতা অবলম্বন করুন...প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করুন।"
শুধু তাই নয়, কোভিড মোকাবিলায় বিভিন্ন সময়ে তাঁকে এগিয়ে আসতে দেখা গেছে। কিছুদিন আগেই যাদবপুর লোকসভা এলাকার বাসিন্দাদের জন্য কোভিড হেল্পলাইন ব্যবস্থা চালু করেছেন তিনি।
গতবছর আম্ফান পরবর্তী সময়ও দুর্গতদের জন্য কার্যত রাস্তায় নেমে কাজ করেছিলেন নায়িকা।