Advertisement

টলিউড

Mimi Chakraborty: Yaas-পরবর্তী পরিস্থিতি সামলাতে ময়দানে মিমি! ত্রাণ নিয়ে পৌঁছলেন শিবিরে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 May 2021,
  • Updated 12:43 AM IST
  • 1/9

গত ২৬ মে, ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) তাণ্ডবে কার্যত লণ্ডভণ্ড ওড়িশা ও পশ্চিমবঙ্গের একাধিক জায়গা। প্লাবিত হয়েছে বহু গ্রাম। যার ফলে ভিটে ছাড়া হয়েছেন গ্রামবাসী। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ইয়াসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন সাংসদ- অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। 

  • 2/9

এদিন ইয়াস পরবর্তী পরিস্থিতি সামলাতে নিজের সংসদীয়  কেন্দ্রের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন মিমি। সেখানে একাধিক ত্রাণশিবিরে প্রচুর মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। সেই সমস্তই ঘুরে দেখলেন সেখানকার সাংসদ।
 

  • 3/9

শুধু তাই নয়, ত্রাণ শিবিরে গিয়ে ঘূর্ণিঝড় ইয়াসের জন্য দুর্গতদের সঙ্গে নিজেই কথা বলে তাঁদের সমস্যার কথা শুনলেন নায়িকা।  
 

  • 4/9

মিমি চক্রবর্তীকে ত্রাণ শিবিরে গিয়ে সেই সমস্ত অসহায় মানুষদের খাওয়া দাওয়ার তদারকিও করতে দেখা গেছে।

  • 5/9

আগামী দিনের কর্মসূচি নিয়ে বারুইপুর ব্লকের আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক মিটিংও এদিনই সারলেন সাংসদ- তারকা। 

  • 6/9

নিজের সোশ্যাল পেজে তিনি লিখেছেন, "ঘূর্ণিঝড় ইয়াস এর পরবর্তী অবস্থায় আগামী দিনের কর্মসূচি নিয়ে প্রশাসনিক মিটিং ও ক্ষতিগ্রস্ত এলাকার রিলিফ সেন্টার পরিদর্শন করে ত্রাণের ব্যবস্থা ... এই লড়াইয়ে আমরা সবাই ও আমাদের দল আপনাদের সাথে আছি" 

  • 7/9

ইয়াস আছড়ে পড়ার আগে সকলকে সচেতন বার্তা দিয়েছিলেন তিনি। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, "সতর্ক থাকুন ও সাবধানতা অবলম্বন করুন...প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করুন।"

  • 8/9

শুধু তাই নয়, কোভিড মোকাবিলায় বিভিন্ন সময়ে তাঁকে এগিয়ে আসতে দেখা গেছে। কিছুদিন আগেই যাদবপুর লোকসভা এলাকার বাসিন্দাদের জন্য কোভিড হেল্পলাইন ব্যবস্থা চালু করেছেন তিনি। 

  • 9/9

গতবছর আম্ফান পরবর্তী সময়ও দুর্গতদের জন্য কার্যত রাস্তায় নেমে কাজ করেছিলেন নায়িকা। 

Advertisement
Advertisement