Advertisement

টলিউড

মিঠুনের এই ১০ বাংলা ছবির সংলাপ আজ সুপারহিট! দেখে নিন এক নজরে

সৌমিতা চৌধুরী
  • 09 Mar 2021,
  • Updated 2:41 PM IST
  • 1/11

সুপারস্টার মিঠুন চক্রবর্তীর মুখে তাঁর ছবির বিভিন্ন সংলাপ শুনে আজও উচ্ছ্বসিত হয় সিনেমাপ্রেমীরা। দেখে নেয়ে যাক তাঁর বিভিন্ন ছবির জনপ্রিয় কিছু ডায়লক, যা আজও জনপ্রিয়।
 

  • 2/11

"শালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে" - এই সংলাপটি 'এমএলএ ফাটাকেষ্ট' ছবির। 

  • 3/11

"আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়া নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি!" - 'অভিমন্যু' ছবির এই সংলাপ, বিজেপি-র ব্রিগেডে মিঠুন বলার পর থেকে রীতিমতো চর্চায় এটি।
 

  • 4/11

"তোরা মস্তান হলে আমি মস্তানের বাপ, আমি ডিএসপি না আমি গুণ্ডা, এক্কেবারে লাথখোর মাল ৷ তোরা একটা পেটো মারলে আমি দশটা পেটো মারব, তোরা মারলে হবে মার্ডার আমি মারলে হবে এনকাউন্টর ৷"- এই সংলাপটি 'বারুদ' ছবির।
 

  • 5/11

"রাবণকে সাহায্য করে রামকে মারতে চাইছেন ? আমার এক কথা একশো কথার সমান ৷ "- 'গুরু' ছবিতে তাঁর ব্যবহিত এই সংলাপ আজও জনপ্রিয়।

  • 6/11

"বাংলা, হিন্দি, ইংরেজি সব ভাষাই বুঝি, যেই ভাষাটা আমি বুঝি সেই ভাষাটা বুঝিয়ে দিই।"- মিঠুন অভিনীত 'তুলকালাম' ছবিটতে তাঁর মুখে এই সংলাপ শোনা গিয়েছিল।

  • 7/11

"সাপের ছোবল আর চিতার খাবোল, যেখানেই পরবে আড়াই কেজি মাংস তুলে নেবে।" - এটি 'চিতা' সিনেমার সংলাপ।

  • 8/11

"নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু, ফুল প্যান্টে মহাগুরু!"- 'মহাগুরু' ছবির সংলাপ এটি। 

  • 9/11

"আমি কুকুরকে বিস্কুট, বিড়ালকে দুধ আর ক্রিমিনালকে গুলি খাওয়াই। তাই তারা আমার পায়ের কাছে পড়ে থাকে।"- 'মহাগুরু' ছবির এই সংলাপটিও খুবই জনপ্রিয়। 

  • 10/11

"পাবলিকের মার ক্যাওড়াতলা পার!" - মিঠুন অভিনীত 'তুলকালাম' ছবিটতে তাঁর মুখে এই সংলাপ শোনা গিয়েছিল।

  • 11/11

"আমি যেখানেই পা রাখি প্রথমে সেটা গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাইয়ে।"- এটি মিঠুন চক্রবর্তীর 'যুদ্ধ' ছবির সাংলাপ।

Advertisement
Advertisement