Advertisement

মনোরঞ্জন

Mithun- Dev in Kashi Viswanath Temple: 'প্রজাপতি'-র সাফল্যে কামনায় কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন মিঠুন -দেব, দেখুন ছবিতে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Dec 2022,
  • Updated 1:25 PM IST
  • 1/9

বড়দিনে মুক্তি পাবে মিঠুন চক্রবর্তী ও দেবের নতুন ছবি 'প্রজাপতি'। জোড়কদমে শুরু হয়েছে তার প্রস্তুতি। সোশ্যাল মিডিয়ায় চলছে ছবির প্রচার।

  • 2/9

একে একে মুক্তি পাচ্ছে ছবির গান। 'প্রজাপতি'-র প্রথম গান 'তুমি আমার হিরো' দারুণ সাড়া ফেলেছে ইতিমধ্যে। দর্শক -শ্রোতারা পছন্দ করেছেন পর্দার বাবা- ছেলে, মিঠুন -দেবের বন্ডিং। 

  • 3/9

বেনারসে ছবির একাংশের শ্যুটিং হয়েছে। তার ফাঁকেই ছবির সাফল্যের কামনা করে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন মিঠুন ও দেব। সঙ্গে রয়েছেন 'প্রজাপতি'-র পরিচালক অভিজিৎ সেন। 

  • 4/9

ছবিগুলি নিজের সোশ্যাল পেজে শেয়ার করেছেন সাংসদ-অভিনেতা- প্রযোজক নিজেই।  অনুগামীরা তাঁর কমেন্ট বক্স ভরিয়েছেন শুভেচ্ছাবার্তা ও ভালোবাসেন। 

  • 5/9

গলায় মালা, কপালে তিলক কেটে দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করার মুহূর্তগুলি লেন্সবন্দী হয়েছে। ছবি শেয়ার করে, প্রথম গান ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন দেব। সেই সঙ্গে পরবর্তী গান কবে আসবে, সেই দিনক্ষণও জানালেন তিনি। 

  • 6/9

দেবের পরনে নীলচে পঞ্জাবি ও সাদা পাজামা। অন্যদিকে মিঠুন চক্রবর্তী পরেছেন ঘিয়ে রঙা পঞ্জাবি ও সাদা পাজামা। 

 

  • 7/9

'টনিক'-র সাফল্যের পর ফের একসঙ্গে দেব, অভিজিৎ সেন ও অতনু রায়চৌধুরী। বেঙ্গল টকিজ ও দেব এন্টারটেইনমেন্ট প্রাইভেট ভেঞ্চারসের যৌথ প্রযোজনায় আসছে 'প্রজাপতি'। ছবিটি মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর।

  • 8/9

এক বাবা- ছেলের গল্প বলবে এই ছবি। 'প্রজাপতি'-র ট্রেলার দেখে বেশীরভাগ দর্শকেরা ইতিবাচক প্রতিক্রিয়া জনাইয়েছেন। সেই প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই।  

  • 9/9

এই ছবির আগে দেব অভিনীত 'মনের মানুষ' ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শেষ। এই ছবিতে এছাড়াও অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ইশা সাহা। 
 

Advertisement
Advertisement