Advertisement

মনোরঞ্জন

Monami Ghosh: ১০ মিটার লম্বা ট্রেইল! নজরকাড়া মিরর ড্রেসে মেট গালার স্মরণ করালেন মনামী

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Mar 2022,
  • Updated 7:51 PM IST
  • 1/10

টেলিভিশনের জনপ্রিয় মুখ মনামী ঘোষ। সোস্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। বরাবর নজর কেড়েছেন তাঁর স্টাইল স্টেটমেন্ট দিয়ে। সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলাতে আলোচনায় তাঁর পোশাক। 

 

  • 2/10

নীল সাহার ডিজাইন করা একটি রুপোলী রঙা বডি হাগিং মিরর ড্রেসে মনামীকে দেখে, অনেকেরই মেট গালা ইভেন্টের কথা মনে হতে পারে। প্রায় সাত থেকে আট মাস লেগেছে এই ড্রেসটি তৈরি করতে। 

 

  • 3/10

মনামীর লুকের জন্য ১০ মিটার লম্বা একটি ট্রেইল তৈরি করেছেন দেবজ্যোতি গোস্বামী। নায়িকার দাবি, কলকাতায় এই ধরণের 'স্টাইল অ্যাণ্ড লুক' এই প্রথম।  

 

  • 4/10

এক কথায় টলিউডের ফ্যাশনিয়েস্তা তিনি। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ১.৬ মিলিয়ন। তাঁর সম্প্রতি শেয়ার করা এই ফ্যাশনেবল লুকের প্রশংশায় পঞ্চমুখ ফ্যানেরাও।  

  • 5/10

সোশ্যাল মিডিয়ার মধ্যমণি মনামী ঘোষ। কখনও সাবেকী সাজে তো কখনও 'বোল্ড' তকমা জুড়ে দেন দেন নেটিজেনরা যায় তাঁর লুক দেখে। 
 

  • 6/10

আর নিজের লুক নিয়ে নায়িকা করতে ভালবাসেন এক্সপেরিমেন্ট। সেই প্রমাণ মেলে, তাঁর সোশ্যাল পেজে চোখ রাখলেই। 

  • 7/10

নেট দুনিয়ায় ট্রোলড হওয়ার থেকে সকলের ভালোবাসাই বেশি পান তিনি। ফ্যানেরা প্রতিটি পোস্টেই ভরিয়ে দেন ভার্চুয়াল ভালবাসায়। 

  • 8/10

আগামী ২০ মে আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের 'বেলা শুরু'। আর এই ছবিতে পিউ চরিত্রে অভিনয় করছেন তিনি। 

  • 9/10

সম্প্রতি 'দাদাগিরি' -র হোলি স্পেশাল পর্বে অতিথি হয়ে এসেছিলেন মনামী ঘোষ। সেখানে নাচে- গানে- আড্ডায় রীতিমতো মাতিয়ে দিয়েছেন 'ইরাবতির চুপকথা' নায়িকা। 

  • 10/10

 ছবি সৌজন্য:  ইন্সটাগ্রাম 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement