করোনা অতিমারীর (Corona Pandemic) জন্য দীর্ঘদিনের বিরতির পর ফের ধীরে ধীরে ছন্দে ফিরছে ফিল্ম ইন্ডাস্ট্রি (Film Industry)। ৫০ শতাংশ দর্শক ভর্তি আসন নিয়ে খুলেছে সিনেমা হল, মাল্টিপ্লেক্সগুলি। ১৯ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেল বিরসা দাশগুপ্তের ছবি 'মুখোশ' (Mukhosh)।
১৮ অগাস্ট শহরের এক মাল্টিপ্লেক্সে হয়ে গেল ছবির গ্র্যান্ড প্রিমিয়ার। যেখানে উপস্থিত ছিলেন 'মুখোশ' -র কলাকুশলী সহ টলিপাড়ার অন্যান্য শিল্পীরাও।
তবে উপস্থিত ছিলেন না ছবির মুখ্য অভিনেতা 'অনির্বাণ ভট্টাচার্য। রানি মুখার্জির সঙ্গে পরবর্তী ছবির শ্যুটিংয়ে এই মুহূর্তে কানাডায় আছেন অভিনেতা। 'মুখোশ'-এ একজন রেসিডেন্ট ক্রিমিনোলজিস্ট কিংশুকের চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ।
এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ,কৌশিক সেন, পায়েল দে-এর মতো অভিনেতারা।
এদিনের অনুষ্ঠানে কার্যত যেন বসেছিল চাঁদের হাঁট। দীর্ঘদিন পর বাংলা ছবির প্রিমিয়ার, তাই সমর্থন করেছেন অনেকেই।
হাজির ছিলেন কৌশিক গাঙ্গুলী, টোটা রায় চৌধুরী, সাহেব ভট্টাচার্য, অলিভিয়া সরকার, সুস্মিতা চ্যাটার্জি, বিদীপ্তা চক্রবর্তী, মনামী ঘোষ, শান্তিলাল মুখোপাধ্যায় সহ আরও একাধিক তারকারা।
একের পর এক সামনে আসছে খুন, রক্ত, প্রতিশোধ ও উন্মোচন হচ্ছে সত্যি। কলকাতা পুলিশের আওতাধীন এক ভয়াবহ খুনের মামলার সঙ্গে যুক্ত হয় অনির্বাণ ভট্টাচার্য্য। অন্যান্য তদন্তকারী অফিসারদের (চান্দ্রেয়ী ঘোষ এবং অনির্বাণ চক্রবর্তী) সঙ্গে রোমাঞ্চকর সত্যের খোঁজে কাজ শুরু করেন তিনি। প্রশ্ন ওঠে খুনি মানসিক ভাবে ভারসাম্যহীন না স্থিতিশীল?
ভেড়ার মুখোশ পরে সে পুলিশের চোখে ধুলো দেয় বারবার। তদন্ত করতে গিয়ে পুলিশের মনে হয়, তাঁরা খুনিকে অনুসরণ করছেন না, বরং উল্টে খুনি তাঁদের অনুসরণ করাচ্ছেন। ধীরে ধীরে সামনে আসে অপ্রত্যাশিত ঘটনা ও সত্যি।
মুখোশের আড়ালে অন্ধকার না অন্ধকারের আড়ালে কোনও মুখোশ? এই প্রশ্ন ট্রেলার দেখেই জাগে মনে। মুখোশের আড়ালে লুকিয়ে আছে আততায়ীর পরিচয়। কে খুলবে এই রহস্যের জট? এই উত্তর দর্শকেরা চাইলেই পাবেন।
পুনরায় সিনেমা হল খোলায় এবং নতুন ছবি মুক্তি পাওয়ায়, তা নিঃসন্দেহে বাংলা সিনেমাপ্রেমীদের জন্য স্বস্তির খবর। তাই দর্শকেরা ফের হলমুখী হবেন বলেই আশাবাদী এসভিএফ-র ব্যানারে মুক্তিপ্রাপ্ত 'মুখোশ' -র গোটা টিম।