ব্যক্তিগত জীবন কিংবা রাজনীতি, বিগত কয়েকদিন বারবারই চর্চায় এসেছেন তিনি। নেটাগরিক থেকে সাধারণ মানুষ, অনেকের কটাক্ষের শিকার হয়েছেন বহুবার। তবুও 'কেয়ার নট অ্যাটিটিউডেই' থাকতে পছন্দ করেন সাংসদ- অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)।
যদিও সম্প্রতি সব আলোচনার সীমা ছাড়িয়েছে। তিনি এখন থাকছেন সংবাদের শিরোনামেই। গত কয়েকদিন ধরেই স্বামী ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ ও অভিনেতা যশ দাসগুপ্তের সঙ্গে সম্পর্ক ছাড়াও নুসরতের মা হওয়ার আলোচনা একেবারে তুঙ্গে।
সেই জল্পনার কিছুটা অবসান ঘটেছে সম্প্রতি, নুসরতের বেবি বাম্পের ছবি সামনে আসার পর থেকে। এই মুহূর্তে রীতিমতো ভাইরাল সেই ছবি।
নুসরত জাহান ও নিখিল জৈনের মধ্যে এখন চলছে অভিজগ-পাল্টা অভিযোগের পালা। নায়িকা বিবৃতি দিয়ে দাবী করেন যে লিখিলের সঙ্গে তাঁর বিয়ে 'অবৈধ' এবং তাঁরা 'লিভ-ইন' সম্পর্কে ছিলেন। অন্যদিকে নিখিলের বিবৃতিতে লেখা আছে এর ঠিক পাল্টা কথা।
নিখিলের বিবৃতি পাওয়ার পর প্রকাশ্যে কিছুই বলতে শোনা যায়নি নুসরতকে। তবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তাঁর স্বামী রোশন সিংয়ের মতো নিখিল - নুসরতও যেন খেলছেন 'স্ট্যাটাস- স্ট্যাটাস' খেলা। দু'জনেই বিভিন্ন সময়ে নিজেদের সোশ্যাল পেজে পোস্ট, স্টোরি বা স্ট্যাটাসের মাধ্যমে জানান দিচ্ছেন নিজেদের মনের কথা।
যেমন নুসরতের ইন্সটা স্টোরিতে শেয়ার করা কবি সাবা খোদিরের পংক্তিটি যেন বলে এক প্রতিবাদী নারীর কথা। সেই পংক্তিতে লেখা আছে, "সকলে শক্তিশালী নারী হতে বলে। কিন্তু সেই নারী আপন শক্তিতে নিজের অবস্থান বদলালেই সমাজের চোখে তার পরিচয় বদলে যায়! তার নামের পাশে তখন জুড়ে যায় নানা তকমা। ততক্ষণে সেই নারী নিজের ক্ষমতায় ক্ষমতাশালী। ফলে, যতই তাকে দমিয়ে রাখার চেষ্টা করা হোক, সে কারও কথাই শুনবে না!"
এই বার্তাটি কি সমাজের দিকে ছুঁড়ে দিলেন নুসরত জাহান? সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন একমাত্র নায়িকা নিজেই।
তবে বলাই বাহুল্য নেটিজেন থেকে শুরু করে টলি পাড়ার অন্দরে সকলের মনে শুধু এখন একটাই প্রশ্ন, 'নুসরতের সন্তানের বাবা কে?"। এমনকি সরাসরি এই প্রশ্ন করতে তাঁকে ছাড়ছেন না নেটাগরিকরা।