শুক্রবার সোশ্যাল পেজে ক্যানভাসে গৌতম বুদ্ধর ছবি আঁকার ভিডিও দিতেই কটাক্ষের শিকার হন নুসরত। (ছবি-ইনস্টাগ্রাম)
ভিডিওতে দেখা যাচ্ছে সাদা ক্যানভাসের উপর গৌতম বুদ্ধর একটি মুখ আঁকা। তার পাশে নিজের মতো পাতা আঁকছেন নুসরত। সেই ভিডিয়ো আপলোড করার সঙ্গে সঙ্গেই বিতর্কের শুরু। (ছবি-ইনস্টাগ্রাম)
ঠিক এরপরই আরও একটি ছবি দিয়ে নুসরত লেখেন, 'আমাকে নিয়ে পড়াশোনা কোরো না, গ্র্যাজুয়েট হতে পারবে না'। (ছবি-ইনস্টাগ্রাম)
লাল বিকিনি টপে নুসরত। ক্যাচার দিয়ে মাথার চুল উপরে আটকানো। চোখে রোদচশমা। শীতের দুপুরে সানকিসড এই ছবি দিয়েই নুসরত লেখেন, 'আমাকে নিয়ে পড়াশোনা কোরো না, গ্র্যাজুয়েট হতে পারবে না'। (ছবি-ইনস্টাগ্রাম)
লাইক এবং মন্তব্যের সংখ্যাও কম নয় সেই ছবিতে। কেউ লিখেছেন, 'এই বিষয় না বুঝতে পারলেও পড়তে দারুণ লাগে'। তেমনই বিরূপ বা কুরুচিকর মন্তব্যেরও অভাব হয়নি। (ছবি-ইনস্টাগ্রাম)
ফোটোশুট ছেড়ে সাংসদের দায়িত্ব পালন করবার কথা মনে করিয়ে দিয়েছেন অনেকে। কেউ আবার শালীনতার পাঠ শিখিয়েছেন। (ছবি-ইনস্টাগ্রাম)
যদিও এর আগেও বহুবার ট্রোল হয়েছেন নায়িকা। কিন্তু সে সব নিয়ে দিব্যি আছেন নুসরত। (ছবি-ইনস্টাগ্রাম)
শুধুমাত্র অভিনয়ই নয়, এর বাইরেও একটা জগত আছে অভিনেত্রী নুসরতের। তিনি জনপ্রতিনিধি। ছবিও আঁকেন তিনি। টলিউডের অন্যতম চর্চিত নায়িকা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। (ছবি-ইনস্টাগ্রাম)