Advertisement

টলিউড

Palan: মৃণাল সেনকে কৌশিকের শ্রদ্ধার্ঘ্য 'পালান'! দেখুন ফার্স্ট লুক

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 May 2022,
  • Updated 10:12 AM IST
  • 1/11

২০২৩ সালে মৃণাল সেনে জন্মশতবর্ষ। আর তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাতে, নতুন ছবি নিয়ে আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগে এই খবর চাউর হওয়ার পর থেকেই দারুণ উৎসাহী দর্শকেরা। 
 

  • 2/11

ছবির নাম 'পালান'। সামনে এলো ছবির প্রথম চরিত্র লুক। প্রমোদ ফিল্মস এবং দ্য বিগ ডে-র যৌথ প্রযোজনায় আসছে এই ছবি। কাস্টিংয়েও রয়েছে চমক। ২০২৩ সালে মুক্তি পাবে এই ছবি।  

  • 3/11

১৯৮২ সালে মুক্তি পেয়েছিল কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের ছবি 'খারিজ'। রমাপদ চৌধুরীর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবি। আর সেই গল্প অবলম্বনেই তৈরি হবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি। 
 

  • 4/11

'পালান'-এ অভিনয় করছেন 'খারিজ'-র তিন অভিনেতা - অঞ্জন দত্ত, মমতা শঙ্কর এবং শ্রীলা মজুমদার। এছাড়াও রয়েছেন  যিশু সেনগুপ্ত, পাওলি দাম, দেবপ্রতিম দাশগুপ্ত সহ অন্যান্যরা।
 

  • 5/11

'খারিজ'-র গল্প অবলম্বনে হলেও, বর্তমান সময়ের প্রেক্ষাপটে তৈরি হবে 'পালান'। ইতিমধ্যে শেষ হয়েছে ছবির শ্যুটিং। মূলত কলকাতার বিভিন্ন স্থানই বেছে নেওয়া হয়েছিল শ্যুটিং লোকেশন হিসাবে।
 

  • 6/11

ছবির সঙ্গীত পরিচালনা করেছেন নীল দত্ত। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন অপ্পু প্রভাকর এবং শিল্প নির্দেশনা তন্ময় চক্রবর্তীর। 
 

  • 7/11

কৌশিক গঙ্গোপাধ্যায় এর আগে জানিয়েছিলেন, "বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের শতবর্ষ, আমার অত্যন্ত সৌভাগ্য যে, আমি তাঁর সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি। আমার ছবি উনি দেখেছেন, আমি এজন্যে কৃতার্থ। টেলিভিশনে কাজ করার আময়, আমার টেলিফিল্ম দেখে উনি মতামত জানিয়েছেন। আমি তাঁকে বাংলার প্রথম সারির পরিচালকদের মধ্যে অন্যতম মনে করি। তাই তাঁর আন্তর্জাতিক চিন্তা- ভাবনাকে আমি চিরকাল সম্মান করি।" 
 

  • 8/11

পরিচালক যোগ করলেন,"তিনিই প্রথম মানুষ যার শতবর্ষ হচ্ছে এবং আমি তাঁকে আমি দাদা বলে ডাকতাম। তাঁর 'খারিজ' ছবি দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি যা যা কাজ এতদিন করেছি, আমার মনে হয় আমি তাঁকে যথাযথ সম্মান দিতে পারব এই ছবির মাধ্যমে। তাঁকে নৈবেদ্য জানানোর মতো ক্ষমতা আমার আছে। তাঁরই বেছে নেওয়া শিল্পীদের নিয়ে আমি 'পালান' ছবিটা তৈরি করতে চলেছি। যে ছবিটা দেখলে হয়ত উনি খুশি হতেন।" 
 

  • 9/11

কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথায় , "পালান যাদের কাছে পরিচিত নাম, তাঁরা জানেন এই নামটার গুরুত্ব কতটা। 'পালান' দীর্ঘদিন বহু গৃহস্থ মানুষের জীবনে সতর্কতার মতো কাজ করা একটা শব্দ।" 
 

  • 10/11

কম বয়সী ভৃত্য পালানের মৃতদেহ পাওয়া যায় রান্নঘরে। তার শোকার্ত বাবাকে শান্ত করার প্রচেষ্টা এবং এক মধ্যবিত্ত পরিবারের চরম স্বার্থপরতার চিত্র ফুটে ওঠে 'খারিজ' ছবিতে। তবে নতুন ছবির নাম 'পালান' হলেও, এখানে এই নামে কোনও চরিত্র থাকবে না বলেই শোনা যাচ্ছে। 
 

  • 11/11

সমস্ত ছবি:সংগৃহীত
 

Advertisement
Advertisement