Advertisement

টলিউড

বস্তির জমাট গান প্রথমবার বাংলা ছবিতে! আসছে পরমব্রত-মধুমিতার 'ট্যাংরা ব্লুজ'

সৌমিতা চৌধুরী
  • কলকাতা,
  • 04 Apr 2021,
  • Updated 7:30 PM IST
  • 1/8

জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র নির্মাতা সুপ্রিয় সেনের আসন্ন ছবি ‘ট্যাংরা ব্লুজ’দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে আসছে আগামী ১৫ এপ্রিল, পয়লা বৈশাখের দিন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চ্যাটার্জি ও মধুমিতা সরকার।

  • 2/8

টিজারে দর্শকের কাছ থেকে প্রচুর ইতিবাচক সাড়া পাওয়ার পরে, এসভিএফ-র অফিসে আয়োজন হল এক বিশেষ মিউজিক্যাল ইভেন্টের। হাজির ছিল ‘ট্যাংরা ব্লুজ’-র পুরো কলাকুশলীরা। 
 

  • 3/8

কলকাতার ট্যাংরার বস্তি এলাকার এক অন্য ধারার সঙ্গীত সংস্কৃতি তুলে ধরেছে ‘ট্যাংরা ব্লুজ'। বাংলায় নির্মিত এটি প্রথম ছবি যা বস্তিবাসীদের আকাঙ্ক্ষা ও সংগ্রামকে তুলে ধরেছে।
 

  • 4/8

ছবিটি কলকাতার অন্যতম জনপ্রিয় ওয়েস্ট ব্যান্ড গ্রুপ, সঞ্জয় মন্ডল অ্যান্ড গ্রুপের জীবন ও সংগ্রাম থেকে অনুপ্রাণিত হয়েছে। মূলত ট্যাংরার অন্তর্গত এই ব্যান্ড 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট' ২০১০-তে রানার আপ হয়েছিল।

  • 5/8

‘ট্যাংরা ব্লুজ'- ছবিতে পরমব্রত ও মধুমিতা ছাড়াও রয়েছেন সুপ্রিয় সেন, সামিউল আলম, ঐশানী দে, আত্মদীপ ঘোষ, ঋষভ বসু এবং নবারুণ বোস। এদিনের অনুষ্ঠানে সঞ্জয় মণ্ডল অ্যান্ড গ্রুপের সমস্ত সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁদের অসাধারণ পারফরম্যান্স দিয়েই শুরু হয়েছিল ইভেন্ট। এমনকি ছবিতে তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেছেন তাঁরা এদিন।

  • 6/8

এই প্রথম পরমব্রত এবং মধুমিতা অনস্ক্রিন জুটি বেঁধেছেন। গত বৃহস্পতিবার ‘ট্যাংরা ব্লুজ'-র অফিশিয়াল পোস্টার প্রকাশ্যে এসেছে এবং খুব শীঘ্রই মুক্তি পাবে এই ছবির ট্রেলার। নবারুণ বসুর দুর্দান্ত সঙ্গীত পরিচালনা এবং সুপ্রিয় সেনের পরিচালনার ছোঁয়ায়, নববর্ষের দিন দর্শকদের এক দুর্দান্ত উপহার পাবেন, যা তাঁদের খুবই ভাল লাগবে বলে আশাবাদী ছবির পুরো টিম। 
 

  • 7/8

সুপ্রিয় সেনের কথায়, "কলকাতার রাস্তায় প্রচুর প্রতিভা রয়েছে এবং রাস্তার এই বিভিন্ন স্পিরিটকে সকলের সামনে আনার একটি প্রচেষ্টা, 'ট্যাংরা ব্লুজ'। ছবিতে একেবারে ভিন্ন স্বাদের মিউজিক রয়েছে। সমগ্র অভিনেতারা দুর্দান্ত অভিনয় করেছেন। আমি অপেক্ষা করছি দর্শকেরা ট্রেলারটি দেখে এবং ছবিটি দেখেও কেমন প্রতিক্রিয়া দেন।"

  • 8/8

এই ছবির অভিনেতা ও সহ-প্রযোজক পরমব্রত চ্যাটার্জি বলেছেন, "ট্যাংরা ব্লুজ - ছবিটির মুক্তি নিয়ে আমি খুব উত্তেজিত। খুব শীঘ্রই অফিশিয়াল ট্রেলারটি মুক্তি পাবে। আমি দর্শকদের প্রতিক্রিয়া জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা এই ছবিটি অনেক ভালবাসা দিয়ে এবং কঠোর পরিশ্রম করে তৈরি করেছি। সুপ্রিয় স্যার তাঁর যথাসাধ্য চেষ্টা করেছেন ছবিটির জন্য। এই প্রথমবার একটি ছবিতে রাস্তার গানের গল্প তুলে ধরা হচ্ছে এবং আমি আনন্দিত যে সেই কাজটি সফল হয়েছে।"
 

Advertisement
Advertisement