Advertisement

টলিউড

বাংলাদেশের মিউজিক ভিডিয়োতে পরমব্রত - রাইমা জুটি!

Aajtak Bangla
  • কলকাতা/ ঢাকা ,
  • 14 May 2021,
  • Updated 4:50 PM IST
  • 1/7

টলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় জুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন। একাধিক ছবিতে তাঁরা একসঙ্গে অভিনয় করে  দর্শকদের মন জয় করেছেন। এবার এপার থেকে ওপার বাংলাতেও একসঙ্গে জুটি বাঁধলেন তাঁরা। প্রকাশ্যে এল নতুন মিউজিক ভিডিয়ো।

  • 2/7

শাফকাত আহমেদ দীপ্ত-র কথা ও সুরে টিএম রেকর্ডসের ব্যানারে 'আজ এই কথা দিলে' গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী কৌশিক হোসেন তাপস ও দিলশাদ নাহার কাকলী। ঈদ উপলক্ষে গত বৃহস্পতিবার মিষ্টি প্রেমের এই গানটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে বাংলাদেশের গানবাংলা টেলিভিশন চ্যানেল ও তাঁদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। 
 

  • 3/7

গানটির প্রকাশ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভ আড্ডা অনুষ্ঠিত হয়। যেখানে অংশগ্রহণ করেন গানের সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা। এছাড়াও ছাড়াও উপস্থিত ছিলেন ব্যান্ড তারকা হামিন আহমেদ ও এস আই টুটুল ও গানের টাইটেল স্পন্সর ইভ্যালি' র প্রধান নির্বাহী রাসেল আহমেদ।
 

  • 4/7

আড্ডায় পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, "ব্যাক্তিগতভাবে গানবাংলা এবং উইন্ড অব চেঞ্জ নিয়ে বাঙালি হিসেবে গর্বিত। তাই যখন শুনি তাপসের মতো কেউ এ গানটির সাথে রয়েছে তখনই রাজি হয়ে যাই। খুব মিষ্টি একটি গান, গানটিতে কাজ করার স্মৃতিটিও খুব মিষ্টি। ঈদ উৎসবে গানটি প্রকাশিত হতে যাচ্ছে, তাতে আমি আরও আনন্দিত।”
 

  • 5/7

রাইমা সেন বলেন, "গানটিতে অভিনয় করে খুব ভাল লেগেছে। পরমের সঙ্গে আমার একটা দীর্ঘদিনের জুটি আছে। এ জন্য কাজের সময়টাও বেশ কেটেছে। গানটা প্রকাশিত হওয়ার পর আমার মাকে যখন দেখালাম, মা বললেন, এটা কোন ছবির। আসলে এটা সিনেমা না হয়েও সিনেমার মতোই একটা সাড়ে তিন মিনিটের মিউজিক্যাল ফিল্ম। আশা করছি যারা দেখবে তারা খুবই পছন্দ করবেন গানটি।”

  • 6/7

গানটি গাওয়ার পাশাপাশি, এর সঙ্গীত আয়োজনের দায়িত্ব সামলেছেন তাপস। তিনি বলেন, “এটি আমার প্রথম ডুয়েট গান। পুরনো দিনের গানের ফ্লেভারে এটি দীপ্তর অসামান্য সৃষ্টি। এতে আমার সঙ্গে দারুণ কণ্ঠ দিয়েছেন কাকলী। সিনেমেটিক দৃশ্যায়ণে গানটির চমৎকার চিত্রায়ণের জন্য প্রযোজক, নির্মাতা ও কলাকুশলীদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই।”
 

  • 7/7

এই গানের নতুন সংগীতায়োজন ও চিত্রায়ণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাফকাত আহমেদ দীপ্ত। টিএম প্রোডাকশানের ব্যানারে গানটির পরিকল্পনা ও প্রযোজনায় ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন ফারজানা মুন্নী।

Advertisement
Advertisement