Advertisement

মনোরঞ্জন

প্রতি মুহূর্তেই রহস্য! মুক্তি পেল 'প্রতিদ্বন্দ্বী' ছবির পোস্টার

Aajtak Bangla
Aajtak Bangla
  • 22 Nov 2020,
  • Updated 8:56 AM IST
  • 1/8

গত ১৪ নভেম্বর প্রকাশ্যে এসেছিল ছবির টিজার। এবার মুক্তি পেল সপ্তাশ্ব বসু পরিচালিত 'প্রতিদ্বন্দ্বী' ছবির পোস্টার। ২১ নভেম্বর শহরের একটি বুক স্টোরে হয়ে গেল ছবির পোস্টার লঞ্চ অনুষ্ঠান।উপস্থিত ছিলেন প্রতিদ্বন্দ্বী ছবির পরিচালক,অভিনেতা ও অন্যান্য কলাকুশলীরা।

  • 2/8

ডার্ক থ্রিলার ঘরানার এই ছবিতে রয়েছেন রুদ্রনীল ঘোষ,শাশ্বত চ্যাটার্জি,সৌরভ দাস,সায়নী ঘোষ,রিনি ঘোষ, মাহি কর ও অন্যান্যরা। ছবির পরোতে পরোতে রয়েছে  রহস্য। মুল পোস্টারের সঙ্গে এদিন মুক্তি পেয়েছে ছবির ক্যারেক্টার পোস্টারও।

  • 3/8

'প্রতিদ্বন্দ্বী'- তে ডাঃ বক্সীর চরিত্র অভিনয় করছেন শাশ্বত চ্যাটার্জি। ছবির গল্প অনুযায়ী তাঁর ছেলে অপহরণ হয়ে যাবে স্কুল থেকে। যার ফলে তাকে খোঁজার দায়িত্ব দেওয়া হবে একজন প্রাইভেট গোয়েন্দা ও তাঁর টিমকে।

  • 4/8

রুদ্রনীল ঘোষকে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সুকুমার সেন, যিনি একজন অঙ্কের শিক্ষক। 
 

  • 5/8

সৌরভ দাস অভিনয় করছেন সিদ্ধার্থ চরিত্রে। যিনি শিক্ষাগত যোগ্যতায় একজন উকিল হয়েও শহর থেকে অপরাধ মুছে ফেলা তাঁর লক্ষ্য।

  • 6/8

অন্যদিকে মায়া অর্থাৎ সায়নী ঘোষের রাজনীতির মঞ্চে এই জীবনের যাবতীয় বেঁচে থাকার সংগ্রাম ফুটে উঠবে এই ছবিতে।

  • 7/8

ছবিতে তানিষ্কা চরিত্রে মাহি কর ও জেনি চরিত্রে অভিনয় করছেন রিনি ঘোষ।
 

  • 8/8

একের পর এক অপরাধে শহরের বুকে দানা বাঁধছে রহস্য। কিভাবে হবে এই রহস্যের উন্মোচন এবং কে'ই বা কার প্রতিদ্বন্দ্বী সেটা দেখা যাবে ছবিতে। চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে 'প্রতিদ্বন্দ্বী'।

Advertisement
Advertisement