সুচিত্রা সেনের নাতনি বা মুনমুন সেনের মেয়ের চেয়েও বেশি নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন অভিনেত্রী রাইমা সেন।
ত্রিপুরার রাজ পরিবারের মেয়ে তিনি। তবে সেন পদবি ব্যবহার করে বলি-টলি মহলে নিজের অভিনয়ের প্রশংসা আদায় করে নিয়েছেন রাইমা।
জাপানিজ ওয়াইফের গ্রাম্য বিধবা সন্ধ্যা-র চরিত্র হোক বা বাইশে শ্রাবণের সাংবাদিক অমৃতা মুখোপাধ্যায়, সব জায়গায় সেই চরিত্রে নিজেকে ঢেলে সাজিয়েছেন রাইমা।
পরিণীতায় তাঁর কোয়েল চরিত্রটিও মনে রাখার মতো। প্রত্যেক ছবিতে তিনি আলাদা আলাদা ভঙ্গি, ম্যানারিজমে ধরা দেন।
একই ভাবে সোশাল মিডিয়াতেও তিনি ধরা দেন নানা রূপে-রঙে। কখনও শাড়িতে অনন্যা বাঙালি সাজে। কখনও হৃদয় কাঁপানো হট লুকে।
সব ক্ষেত্রেই তিনি যে সমান পারদর্শী তা বুঝিয়ে দেন রাইমা।
অনেকেই মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে রাইমার মুখের মিল খুঁজে পান। তা একেবারে ভুল নয়। দিদার মুখের সঙ্গে অদ্ভুত মিল রয়েছে রাইমার।
মাঝে গুঞ্জন শোনা যাচ্ছিল, সুচিত্রা সেনের বায়োপিকে মহানায়িকার চরিত্রে অভিনয় করবেন রাইমা।
তবে সে গুঞ্জন কতটা সত্যি তা নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি নায়িকা। যদি বায়োপিক হয় তবে রাইমার চেয়ে সুচিত্রা সেনের চরিত্রে আর কাউকে হয়তো বেশি মানাবে না।
যদি ছবি তৈরি হয় তবে দর্শকদের জন্য আলাদা ট্রিট হিসাবেই ছবিটি জায়গা করে নেবে নিঃসন্দেহে।