মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস, দর্শনা বণিক। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, চন্দ্রেয়ী ঘোষ, কিয়ানা মুখোপাধ্যায়, রুমকি চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের।
প্রেম, রহস্য, থ্রিলার, কমেডি ইত্যাদি বিভিন্ন ঘরানার ছবি প্রচুর হলেও, হররধর্মী ছবি খুব কমই হয় টলিউডে। প্রীতম মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে হরর ছবি 'রিষ'।
সম্প্রতি হয়ে গেল ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ অনুষ্ঠান। হাজির ছিলেন কলাকুশলীরা।
রূপক চট্টোপাধ্যায়ের প্রযোজনায়, থিঙ্কট্যাঙ্ক এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে 'রিষ'। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লেখার পাশাপাশি, সহযোগী পরিচালকের ভূমিকা পালন করেছেন দেবারতি ভৌমিক।
যে কোনও হরর ছবির সঙ্গীত, খুব গুরুত্বপূর্ণ ভূমিকার পালন করে। এখানে সেই দায়িত্বে রয়েছেন সুপ্রিয় সোম। ছবিতে গান রয়েছে রূপম ইসলাম, সিদ্ধার্থ রায় (সিধু) এবং অভিজিৎ বর্মণের (পটা) কণ্ঠে।
একটি ছোট মেয়েকে ঘিরে আবর্তিত হয়েছে 'রিষ'-র গল্প। চিত্রনাট্য অনুযায়ী, আবির ও মন্দিরার মেয়ে ফিওনা। তার জীবনে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা।
ফিওনার ওপর ভর করে এক আত্মা। তার পরিবারকে ধ্বংস করে, তাকে হত্যা করার চেষ্টা করে সে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে অতীতের এক ঘটনা।
ছবির পরতে পরতে রয়েছে রহস্য। সেই প্রমাণ মেলে গা ছমছমে ট্রেলার দেখে। বহুদিন পর এরকম একটা ভূতের ছবি দর্শকদের ভাল লাগবে, এমনটাই আশা করছেন নির্মাতারা।
আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'রিষ'।