Advertisement

টলিউড

The Hunger Artist: ক্ষুদিত শিল্পীর শিল্প সংগ্রামের গল্প! সামনে এলো ঋত্বিক- কমলেশ্বর জুটির 'দ্য হাঙ্গার আর্টিস্ট'

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Apr 2022,
  • Updated 7:54 PM IST
  • 1/14

মুক্তি পেল কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত স্বল্প দৈর্ঘ্যর ছবি 'দ্য হাঙ্গার আর্টিস্ট'। এই ছবির মূল বিষয়, এক শিল্পীর শিল্পের জন্য সংগ্রাম। সম্প্রতি আয়োজন করা হয়, ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের। যেখানে হাজির ছিলেন কলাকুশলীরা। 
 

  • 2/14

প্রীতম চৌধুরীর উপস্থাপনায় ফ্যাটফিশ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মুক্তি পেয়েছে এই ছোট ছবি। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, বিশ্বনাথ বসু ও প্রিয়াঙ্কা মণ্ডল। 

  • 3/14

পরিচালনার পাশাপাশি এই ছবির চিত্রনাট্য লিখেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন মনোজ মিশ্র। শিল্প নির্দেশনা দিয়েছেন আশীষ মণ্ডল এবং সম্পাদনা করেছেন সুজয় দত্ত রায়। 

  • 4/14

 চেকোস্লোভাকার লেখক, ফ্রানজ কাফকার ছোট গল্প 'অ্য হাঙ্গার আর্টিস্ট' অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। 
 

  • 5/14

 ছবিতে ভুটো চরিত্রে ঋত্বিক, ঘনা চরিত্রে বিশ্বনাথ এবং সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। 
 

  • 6/14

ইতিমধ্যে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনিত ও স্ক্রিনিং হয়েছে 'দ্য হাঙ্গার আর্টিস্ট'।পরিচালকের ঝুলিতে এসেছে স্বীকৃতি ও সম্মান। 

  • 7/14

কমলেশ্বর মুখোপাধ্যায়ের কথায়, " যদিও কাফকা ১৯২৩ সালে গল্পটি লিখেছিলেন। আর ব্যঙ্গাত্মক এবং রূপকধর্মী এই ছবিটি এখন তৈরি হল। তবে বর্তমান সময়ের অর্থনীতিতে বেঁচে থাকা শিল্পীদের জীবন এবং সত্তার একটি উল্লেখ রয়েছে এই ছবিতে। 'দ্য হাঙ্গার আর্টিস্ট' শোষণমূলক বাজার দ্বারা প্রতিষ্ঠিত, সাংস্কৃতিক পরিবেশের একটি সমালোচনা।" 

  • 8/14

কাফকার ছোট গল্পের একটি সমসাময়িক রূপান্তর 'দ্য হাঙ্গার আর্টিস্ট'-এ ভুটো নামে এক যুবককে কেন্দ্র করে তৈরি। যে একেবারে নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে শহরের জনসংখ্যার ভিড়ে মিশেছে।  

  • 9/14

সিরিয়া, ফ্রান্স, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, নাইজেরিয়ার মতো দেশগুলিতে সহিংসতার আন্তর্জাতিক ঘটনার প্রতিবাদে নিয়মিত 'ভুক হরতাল' অর্থাৎ অনশনে বসে সে। 

  • 10/14

দিনের পর দিন খিদে সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে যায় ভুটো। কারণ এই সময় বিশ্বজুড়ে সহিংসতার ঘটনাগুলি প্রায়ই দেখা যায়। ভুটোর বন্ধু ঘনা, তার মধ্যে 'একজন ক্ষুধার্ত শিল্পীকে' দেখতে পায় এবং তাকে, তার এই 'ক্ষুদিত শিল্প' বিক্রি করতে বলে। এটি তাদের অর্থ উপার্জনে সাহায্য করে।
 

  • 11/14

আলো ঝলমলে এক গ্যালারি যাদুঘরে 'হাঙ্গার আর্টিস্ট' শো শুরু করে ভুটো। দিনভর খিদে সহ্য করার মজা এবং রোমাঞ্চ দেখতে ভিড় জমায় মানুষ। 
 

  • 12/14

প্রচারের আলোয় এসে, ধীরে ধীরে অন্ধকারের দিকে চলে যেতে শুরু করে ভুটো। ঘনা বুঝতে পারে 'হাঙ্গার আর্টিস্ট'-র প্রতি মানুষের আগ্রহ কমছে। ইতিমধ্যে অন্য এক শিল্পীকে খুঁজে পায় সে। যে, ঘণ্টার পর ঘণ্টা ঘুমাতে পারে। তার মনে হয়, এটি বাজারে একটি নতুন আকর্ষণ সৃষ্টি করবে।
 

  • 13/14

ভুটোকে অনিশ্চিত সময়ের জন্য অন্ধকার বাড়ির উঠোনে স্থানান্তরিত করা হয়। খাবার ছাড়া বাঁচতে পারলেও, লাইমলাইট ছাড়া কীভাবে বাঁচবে ভুটো? তা জানা যাবে ছবিতে। 

  • 14/14

ফ্যাটফিশ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখা যাবে 'দ্য হাঙ্গার আর্টিস্ট'।  

Advertisement
Advertisement