গত বছরের দুর্গাপুজোয় তৃতীয়ার বিশেষ তিথিতে বাগদান সেরে ফেলেছিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী ও সুরকার নীলাঞ্জন ঘোষ।
আংটি বদল করে প্রাথমিক পর্বটা সেরেই রেখেছিলেন সেইদিন। এরপর এল আইনি বিয়ের পালা।
রীতিমতো মালাবদল করে একপ্রস্ত বিয়ে সারলেন 'নীলামন।'
নীলাঞ্জন পরেছেন সাদা গলা বন্ধ পাঞ্জাবি। আর ইমনের পরনে কমলা সিল্কের শাড়ি, সঙ্গে শোনার গয়না।
মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে একে অপরের সঙ্গে কতটা খুশি নব দম্পতি।
আগামী ৩ ফেব্রুয়ারি সামাজিক বিয়ে করতে চলেছেন দুজনে। তবে খুব একটা আড়ম্বর মোটেই চাইছেন না তাঁরা।
এদিকে নীলাঞ্জনের বাড়িতে তাঁর আগের দিন হয়ে গেল বৃদ্ধি অনুষ্ঠান।
বেশ কিছুদিন ধরেই দুজনেরই চলছে আইবুড়ো ভাত খাওয়ার পর্ব।
বিয়ের আগে প্রি-ওয়েডিং শ্যুটের ছবিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউণ্টে শেয়ার করেছেন গায়িকা।
দুজনের সঙ্গীতের কেরিয়ারের মাঝেই মিলে গিয়েছে দুজনের সুর, তাল, লয়। তাই জীবনের সঙ্গীতটাও একইসঙ্গে গাইতে চলেছেন ইমন-নীলাঞ্জন।
চলতি বছরে নতুন জীবনের পাশাপাশি কর্মক্ষেত্রেও একগুচ্ছ চমক নিয়ে আসবেন 'নীলামন'।
কিছুদিন আগেই এ আর রহমানের 'নেহি সামনে' কভার সং গেয়েছেন ইমন। গানের সঙ্গীত আয়োজন করেছেন নীলাঞ্জন।
পাহাড়ে ঘুরতে গিয়েই এই গানটির কভার সং হিসাবে করার ভাবনা এসেছিল নীলাঞ্জন-ইমনের মনে।
(ছবি সৌজন্য: ফেসবুক)