আসানসোলের বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে দাঁড়িয়ে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। (ছবি-ফেসবুক)
লাল সিল্কের পাঞ্জাবি, তসর রঙা উত্তরীয়, হাতে বই নিয়ে দাঁড়িয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়। (ছবি-ফেসবুক)
হঠাৎ দেখলে চমক লাগতেই পারে। তাঁকে দেখতে গ্রীতিমতো ভিড় উপচে পড়েছে। (ছবি-ফেসবুক)
আসানসোলের ভাস্কর সুশান্ত রায় গড়েছেন এই মোমের মূর্তি। (ছবি-ফেসবুক)
সৌমিত্র চট্টোপাধ্যায়ের মত্যুর পর তাঁর প্রতি এ এক শ্রদ্ধা ভস্কর সুশান্ত রায়ের। (ছবি-ফেসবুক)
সুশান্ত রায় এর আগে তাক লাগিয়েছেন আরও অনেক মূর্তি গড়ে। মায়ের সঙ্গে নরেন্দ্র মোদী। অমিতাভ বচ্চন তো রয়েছেন তার মধ্যে। (ছবি-ফেসবুক)
সুশান্ত সিং রাজপুতের মূর্তিও গড়েছেন ভাস্কর সুশান্ত। (ছবি-ফেসবুক)
মাত্র ৪৫ দিনে শেষ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই মূর্তি। আসানসোলেরই বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে প্রদর্শন চলছে। (ছবি-ফেসবুক)
অমিতাভ বচ্চন, কিশোর, লতা, মারাদোনা, বিরাট কোহলি সবার মূর্তিই গড়ে ফেলেছেন ভাস্কর সুশান্ত। (ছবি-ফেসবুক)