গত ১ মার্চ বিজেপি-তে যোগ দিয়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরেই কানাঘুষো চলছিল এবং তাতেই শীলমোহর পড়েছে সেদিন বিকালে।
কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল বিজেপির পতাকা।
২০২১-র বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থী শ্রাবন্তী। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন তৃণমূল মহাসচিব এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং সিপিআইএম -র নিহার ভক্ত। কাজেই বোঝা যাচ্ছে টক্কর হবে জোড়দার।
বেশ কয়েক বছর খবরের শীর্ষে থাকেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে মূলত ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে।
স্বামী রোশন সিংহর সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের জল্পনা নিয়ে এখনও চর্চা রয়েছে নেট পাড়ায়। হঠাৎ নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একসাথে সব ছবি ডিলিট করে দিয়েছিলেন দুজনেই। এমনকি একে অপরকে আনফলো করেছিলেন স্বামী- স্ত্রী দু'জনেই। তারপর থেকেই এই জল্পনার সূত্রপাত।
২০১৯ সালের এপ্রিল মাসে রোশন সিংহকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে। বিগত কিছুদিন ধরেই পরোক্ষভাবে চলছে পোস্ট, পাল্টা পোস্টের মাধ্যমে ঠান্ডা লড়াই।
২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে করেন শ্রাবন্তী। এর প্রায় ১৫ বছর পর প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের হয় নায়িকার।
সেই বছরই মডেল কৃষ্ণ ভি রাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন শ্রাবন্তী। এক বছরের মধ্য মধ্যেই ভেঙ্গে যায় সে সম্পর্কও। এরপর তিন বছর পর রোশনের সঙ্গে বিয়ে করেছিলেন তিনি।
রাজীব ও শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় বা ঝিনুক (ডাকনাম), তাঁর মায়ের সঙ্গেই থাকলেই। মাঝে মধ্যেই ছেলের সঙ্গে ছবি শেয়ার করেন শ্রাবন্তী।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন নায়িকা। তাঁর ফ্যানাদের সংখ্যাও নেহাত কম না। এদিকে তাঁকে ট্রোলিং ক্রতেও ছাড়ে না অনেকে।
১৯৯৭ সালে মায়ার বাঁধন দিয়ে অভিনয় জীবনের সূচনা। তার পর বেশ কিছু দিন অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন শ্রাবন্তী। ২০০৩ সালে অভিনেতা জিতের বিপরীতে অভিনয় করেন 'চ্যাম্পিয়ন' ছবিতে। তার পর আরও একবার ৫ বছরের জন্য বিরতিতে চলে যান।
২০০৮ সালে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে বড় স্ক্রিনে ফিরে আসেন ভালোবাসা ভালোবাসা ছবির মাধ্যমে। এর পর নানা হিট ছবিতে দেব, জিৎ, সোহম, অঙ্কুশের সঙ্গে অভিনয় করেন শ্রাবন্তী।
নাচের রিয়্যালিটি শো-তে বহুবার বিচারক ও 'সুপারস্টার পরিবার'-সঞ্চালক ছিলেন তিনি।
প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে সোহম চক্রবর্তীর সঙ্গে জুটিতে কাজ করছেন শ্রাবন্তী। 'হইচই' সিজন ৪- এ 'দুজনে' সিরিজের মাধ্যমে দর্শকেরা দেখতে পাবেন তাঁকে।
অভিমন্যু মুখোপাধ্যায়ের ছবি 'লকডাউন' মুক্তির অপেক্ষায়। এছাড়াও হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'কাবেরী অন্তর্ধান' ছবিতে শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে এই প্রথম জুটি বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
(ছবি সৌজন্য: ফেসবুক)