বুধবার পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হল। দুর্গাপুজোর ঢাকের কাঠি পড়ে গেছে। চারিদিকে সাজ সাজ রব। সকলে মেতে উঠছেন আনন্দ উৎসবে। টলিপাড়ার নায়িকারাও মহালয়ার (Mahalaya) আবহে মেতে উঠলেন। দেখা যাক বিশেষ দিনে কে কেমন সাজলেন।
শুভশ্রী গাঙ্গুলী
এই বছর শুভশ্রী জি বাংলা চ্যানেলের দুর্গা সেজেছিলেন। তাঁকে দেখা গিয়েছিল মহামায়া রূপে। সেই লুকেই একটি ছবি শেয়ার করেছেন নায়িকা।
মিমি চক্রবর্তী
শুভশ্রীর মহালয়া লুক ও মিমির লুক যেন একেবারেই এক রকম। লাল পাড় - সাদা শাড়ি, কোকড়ানো লম্বা চুল, সিঁথি ভর্তি সিঁদুর, কলকা আঁকা গা এবং রূপোলী গয়নায় মোহময়ী নারী হয়ে উঠেছেন মিমি।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়
মহালয়া উপলক্ষে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। কোনওটি্যেছেস্নগে রয়েছে ত্রিশূল, তো কোনও ছবিতে হাতে রয়েছে পদ্ম ফুল। লাল পাড় -সাদা শাড়ির সঙ্গে পরনে শাঁখা -পলা, সোনালী গয়না, সিঁথিতে চওড়া সিঁদুর।
কোয়েল মল্লিক
বরাবরই চেনা ছকের বাইরে হাঁটেন কোয়েল। মহালয়ায় বেশিরভাগ টলি নায়িকারা সেজেছেন দুর্গা রূপে। তবে লাল পাড় - সাদা শাড়ি পরলেও কোয়েল অনন্যা।
পায়েল সরকার
পায়েলও ফটো সেশন করেছেন, লাল পার -সাদা চিকনের শাড়িতে। সঙ্গে তিনি বেছে নিয়েছেন কুন্দনের গয়না।
এনা সাহা
টকটকে লাল রাঙা শাড়িতে ত্রিশূল হাতে এনাও সেজেছেন দুর্গার বেশে। সঙ্গে পরেছেন কস্টিউম জুয়েলারি।
তনুশ্রী চক্রবর্তী
লাল বেনারসিতে তনুশ্রী যেন মহালয়াতে হয়ে উঠেছেন নব বধূ। আলতা রাঙানো হাত, সিঁথি ভর্তি সিঁদুরে নায়িকাকে চেনা দায়।
ঋতাভরী চক্রবর্তী
ঋতাভরীর সাজে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "গত এক বছরে আমাদের জীবনে যে বিপর্যয় ঘটেছে, তার রেশ এখনো কাটেনি। মা, তুমি আমাদের জীবনের সব অশুভকে দূর করে দাও, সব ভয় থেকে আমাদের মুক্ত করো।"
কৌশানী মুখোপাধ্যায়
কাশবনে মহালয়ার বিশেষ ফটো সেশন করেছেন কৌশানী। চুলের খোঁপার জুঁইয়ের মালায় তিনি হয়ে উঠেছেন আরও সুন্দরী।
পাওলি দাম
মহালয়ার দিন পাওলি সেজেছেন লাল ওপারা সিল্ক শাড়িতে। সঙ্গে পরনে রয়েছে স্প্যাগেটি ব্লাউজ।
মনামী ঘোষ
মহালয়ার অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন মনামী। লাল টুকটুকে শাড়ি, সোনালী কস্টিউম জুয়েলারিতে তিনি নজর কাড়ছেন সকলের।
দিতিপ্রিয়া রায়
টলিপাড়ার নায়িকাদের মধ্যে বর্তমানে দিতিপ্রিয়ার নামও আসে। সকলের প্রিয় রানিমা, বিশেষ দিনে সেজেছেন লাল -সাদা ঢাকাই জামদানিতে।