Advertisement

টলিউড

Sreelekha Mitra: দেশকে প্রতিনিধিত্ব করছেন! Venice Film Festival-এ শিফন শাড়িতে নজর কাড়লেন শ্রীলেখা

Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Sep 2021,
  • Updated 7:46 PM IST
  • 1/10

সংবাদের শিরোনামে থাকেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তাঁকে নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। আবারও খবরে তিনি। তবে এবার কারণটি কোনও ট্রোল, মিম না। আসলে ভারতবাসী, তথা বাঙালিদের জন্য এক গর্বের কারণ।

  • 2/10

বহু বছর পর আদিত্য বিক্রম সেনগুপ্তের (Aditya Vikram Sengupta) ছবি 'ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা' (Once Upon A Time In Calcutta) -র হাত ধরে ৭৮ তম ভেনিস চলচ্চিত্র উৎসবের (78th Venice Film Festival) আমন্ত্রণ পেয়েছে বাংলা ছবি। আর সেই উপলক্ষেই ভেনিসে হাজির হয়েছেন ছবির কলাকুশলীরা। যার মধ্যে অন্যতম নাম শ্রীলেখা। 

  • 3/10

বিশ্বের নামজাদা চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে ভেনিস চলচ্চিত্র উৎসব একটি। আর সেখানে একজন বাঙালি অভিনেত্রী দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে, তা মুখের কথা না। 

  • 4/10

ভেনিসের মাটিতে শাড়িতে নজর কাড়ছেন শ্রীলেখা মিত্র। চলচ্চিত্র উৎসবে সবুজ রঙা শিফন শাড়িতে একাধারে তিনি স্নিগ্ধ ও মোহময়ী। শাড়ির সঙ্গে ম্যাচিং স্প্যাগিটি ব্লাউজ, মাননসই হালকা গয়না, খোলা চুল, ছোট্ট টিপে শ্রীলেখার থেকে চোখ ফেরানো দায়। 

  • 5/10

চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটার সময় একেবারে বাঙালি নারীর বেশেই ধরা দিয়েছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখে ভালোবাসায় ভরাচ্ছেন তারকা থেকে অনুগামীরা। 

  • 6/10

স্টাইল স্টেটমেন্ট নিয়ে বিভিন্ন সময় আলোচনায় থাকেন তিনি। নিজের বোল্ড ও কনফিডেন্ট লুক ধরে রাখতে নেটপাড়ায় প্রচুর গালমন্দও শুনতে হয় তাঁকে। তবে কোনও কিছুকেই পাত্তা না দিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখাই পছন্দ তাঁর।
 

  • 7/10

বিদেশে যাওয়ার আগের প্রস্তুতি থেকে, সেখানের বিভিন্ন মুহূর্ত তিনি ফ্যানদের জন্য তুলে ধরছেন তাঁর সোশ্যাল পেজে। সেখানেও বিভিন্ন সময় তাঁকে দেখা গেছে একেবারে 'হাটকে' লুকে। 
 

  • 8/10

ভেনিসে ঢোকার আগে নিয়ম মেনে বেশ কিছুদিন উপভোগ করেছেন সুইৎজারল্যান্ড। জুরিফের ক্যাফে থেকে রাস্তাঘাট সব কিছুর ভার্চুয়াল ট্রিপ হয়েছে নেটাগরিকদের, তাঁর সঙ্গে। 

  • 9/10

প্রসঙ্গত, কিছুদিন আগেই তাঁর ডেট শশাঙ্ক ভাভসারের অযত্নে দত্তক নেওয়া সারমেয়টি মারা যায়। এমনটাই দাবী তুলেছিলেন অভিনেত্রী। আর এই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় বিভিন্ন মাধ্যমে। 

  • 10/10

সমস্ত ছবির সৌজন্য: ফেসবুক

Advertisement
Advertisement