Advertisement

মনোরঞ্জন

Raj-Subhashree-Yuvaan: খুশিতে ডগমগ ইউভান! রাজ-শুভশ্রী পুত্রের কাণ্ড দেখে ভালোবাসায় ভরালেন নেটিজেনরা

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Dec 2021,
  • Updated 8:26 AM IST
  • 1/9

তারকা দম্পতি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) ছেলে  ইউভান চক্রবর্তীর (Yuvaan Chakraborty) বয়স বর্তমানে ১ বছর ৩ মাস। টলিপাড়ার স্টার কিডদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় সে। 
 

  • 2/9

ইউভানের মজার ভিডিও খুবই উপভোগ করেন সকলে। তারকা থেকে শুরু করে নেটিজেন, সকলের চোখের মণি, রাজ-শুভশ্রী পুত্র। 

  • 3/9

সম্প্রতি 'রাজশ্রী' ইউভানের কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন। দুষ্টু- মিষ্টি ইউভান, খুশিতে একেবারে ডগমগ। দিব্যি সময় কাটাচ্ছেন বাবা-মায়ের সঙ্গে। 

 

  • 4/9

কিছুদিন আগেই উত্তরবঙ্গ থেকেছবি শেয়ার করেছিলেন রাজ। তবে তখন বোঝা যায়নি, তাঁর সঙ্গে শুভশ্রী বা ইউভান আছে কিনা। তবে এবার সেই ভিডিও সামনে আনলেন তিনি। 

 

  • 5/9

পাহাড়ের হোটেলের ব্যালকনির কাঁচের দরজার দু'পাশে তাঁর দুই 'কিউটিপাই', অর্থাৎ স্ত্রী ও পুত্র। একরত্তি কাঁচের এপাশ থেকে আদর করতে চাইছেন মাকে। অন্য একটি ভিডিওতে তাঁকে কোলে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে পরিবেশ উপভোগ করছেন নায়িকা। আর মুহূর্তগুলি লেন্সবন্দি করেছেন তারকা-বিধায়ক। 

 

  • 6/9

রবিবার সকালটাও বেশ মজায় কেটেছে ইউভানের। বাবা-মায়ের সঙ্গে কাটাতে পেরেছে স্পেশাল টাইম। প্যারামবুলেটর চড়ে একেবারে খোশ মেজাজে রয়েছে ইউভান। সঙ্গে রয়েছে তাঁদের আদরের সারমেয়। আবাসনেই তাকে দেখা যায় বল খেলতে। 
 

 

  • 7/9

অন্য একটি ভিডিওতে আবার দেখা যাচ্ছে, সারমেয়কে নিয়ে খেলছে একরত্তি। এমনকী ভয় না পেয়েই তাঁকে আদরও করছে সে। এই ছবি ও ভিডিওতে তাঁকে ভালোবাসায় ভরিয়েছেন বহু তারকারা। 


 

  • 8/9

ইউভানের জন্মের কিছুক্ষণের মধ্যেই, মা শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তার ছবি। আর তারপর থেকেই নেটিজেনরা মুখিয়ে থাকেন জুনিয়র চক্রবর্তীর নতুন ছবির দিকে।  

  • 9/9

টলিউডের পাওয়ার কাপল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী যে একে অপরকে চোখে হারান একথা এখন বোধ হয় আর কারও অজানা না। বিয়ের বয়স সাড়ে তিন হলেও এখনও প্রেমে যেন ডগমগ। আর সেই প্রমাণ বর্তমানে প্রায়ই মেলে তাঁদের সোশ্যাল পেজে। 

Advertisement
Advertisement